প্রেম বড় অদ্ভূত স্ববিরোধ শুয়ে থাকে আনাচে কানাচে কী জানতে চাও? হৃদয় খুঁড়ে কেন বেদনা জাগাও! কোন্ প্রশ্নের তীঁরে আমাকে বিদ্ধ কর এত নির্মম কীসের নিয়ম? হায় খোদা ! হায় বুদ্ধ যিশু! হায় ভগবান! নিয়মের চেয়ে বড় মানুষের প্রাণ সেকি জানা নাই? মানুষকে পাশ কেটে কারা আজ দিয়ে যায় নিয়ম আর ধর্মের দোহাই! মানুষ তারা? তারা মানুষ? নাকি প্রান বয়ে বেঁচে থাকা তুচ্ছ কোনো কীট ভেঙ্গে পড়বে প্রার্থণালয়ের সমস্ত ইট পৃখিবীর বুক জুড়ে যদি মানুষ না বাঁচে, নিয়ম, ধর্ম, দেশ বড় নয় বড় নয় মানুষের কাছে। সুতরাং আহত কোরোনা আর প্রশ্নের বাণে আষাঢ়ের আকাশও গভীর অভিমানে বেদণার্ত, চুপ। আমি আজ বাঙ্গালি রাখাইন বা রোহীঙ্গা ন্ই বড় নয় এই আমার ভাষা বা ধর্ম পরিচয় আমার সামনে আজ করুণ সময় তুমি আমার হাত ধরো ভাই তুমি আমার হাত ধরো বোন তুমি আমার হাত ধরো পিতা তুমি আমার হাত ধরো মা এই হাত অসহায় মানুষের হাত চোখের সামনে আজ ঘন কালরাত কান পেতে শোনো নাফ নদী ঢেউয়ে ঢেউয়ে তোমাকে পৌঁছায় আমার আর্তি আমি আজ বাঙ্গালী বা রোহীঙ্গা নই আমার পরিচয় আমি শরণার্থী
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।