রিজওয়ানুল ইসলাম রুদ্র জীবহত্যা মহাপাপ (!?) - (বৌদ্ধধর্মের মূলনীতি) ঈশ্বর, তোমার নিঃশ্বাস জুড়ে খেলা করে অজস্র শরণার্থী দুপুর। পৃথিবী আজ সূর্যের নিচে শ্বাপদের আঙিনায় পদপিষ্ঠ! জীবন ওখানে স্তব্ধ, নেই কোনো হৃৎস্পন্দন, নিওলিথিক সুর। যাযাবর মেঘের হাহাকারে মাঝরাতে নিঃশব্দ হলুদ বৃষ্টি, লাশকাটা ঘর ও ক্রমশ ভারি হয়ে ওঠা মস্তকবিহীন লাশ, সূর্যের দেখা নেই কতকাল! নিষ্পেশ হয়ে গিয়েছে রক্তাক্ত গোলাপ, চেয়ে দ্যাখো, হাত জোড় করে দাঁড়ানো পিতার রক্তাক্ত অশ্রু, সমুদ্রের ওপারে নাসাকা হায়েনার দল... এপারে নির্জীব বর্ডার গার্ড, সীমান্ত, কাঁটাতারের বেড়া, রক্ত-মাংসের মানুষ, বিভেদ আর বর্ণবৈষম্য! যেখানে মানুষ ডুবে যাচ্ছে খরা স্রোতে, বুলেট আর আগুনের আঁচে, তীব্র শোকে স্তব্ধ ভূমিহীন শিশু, তার জন্মপরিচয়, পিতা-মাতা, "অজ্ঞাত" জেনে ডুকরে কাঁদছে সমুদ্রের ওপরে! ধর্মবিদ্বেষী নির্বোধ মানুষের হাতে পুড়ছে ঘরবাড়ি, আগুন জ্বলে উঠছে লাশে... এসব নষ্ট সমাজ, নষ্ট সভ্যতায় ডুবে আছি আমরা। কাদের পূর্বপুরুষ এইসব রোহিঙ্গা? হে ঈশ্বর! ধ্বংস হোক এইসব বিভেদ-বৈষম্য, সামন্ত আর পুঁজিবাদ, বিধ্বস্ত পৃথিবীতে আরো একবার গর্জে উঠুক "মানুষ"...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।