আমাদের কথা খুঁজে নিন

   

শরণার্থী রোহিঙ্গাদের বিষয়ে তার মুখ দিয়ে বলছে উল্টো কথা। এরা হলো দালাল...

গনজাগরনের মাধ্যেমে পরিবর্তন সম্ভব....মানুষের চিন্তার পরিবর্তন করাটা জরুরি ....বুদ্ধিবৃত্তিক পুনরজাগরনে বিশ্বাসী এটিএন নিউজে মায়ানমার নিয়ে টক শো তে মুন্নি সাহা অতিথিদেরকে সুযোগ না দিয়ে নিজেই বকবক করতেছে আর বলতেছে রোহিঙ্গাদের তো এদেশে ঢুকতে দেয়া উচিৎ না, বরং যারা আছে তাদেরও শীঘ্রই মায়ানমার পাঠানো উচিৎ। আর এর পিছনে তার যুক্তি শুনে আমি অবাক হয়ে গেলাম। সে বলছে, "রোহিঙ্গাদের রেখে আমাদের কোন লাভ হচ্ছে না। যদি এমন হত যে আমেরিকা এর বদলে আমাদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলত তবে রোহিঙ্গাদের রাখা যেত" থু মারি এই সব আমেরিকার দালালের মুখে যাদের কাছে মানবতা থেকে লাভ ক্ষতিটাই বেশি গুরুত্বপূর্ণ, ছিঃ !! সংখ্যালুগু নির্যাতন বলে এই চুন্নি অনেক ম্যৎকার করেচে এটিএন-এ। বিদেশী দেশ দেরকেও আহ্বান করেছে এই বিষয়ে সুরাহা করার জন্য। অথচ আজ মায়ানমারের বিষয়ে তার পিছনের মুখ দিয়ে বলছে উল্টো কথা। এরা হলো দালাল  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.