আমাদের কথা খুঁজে নিন

   

আমার ভারত, প্রিয় ভারত...

আমি বিশ্বাস করতে ভালবাসি এই মাস থেকে নতুন টিউশনি শুরু করলাম একটা। আমার সবচে ছোট্ট এবং মিষ্টি স্টুডেন্ট। মাত্র ক্লাস টু তে পড়ে। যেমন চঞ্চল, তেমন দুষ্ট। পড়াতে গেলে বেশ মজার সময় কাটে।

স্টুডেন্টকে ইংরেজি পড়াচ্ছি তখন। বইটা দেখে ভাল মনে হল; প্রিন্ট, ছবি বেশ ভাল মানের। তবে চ্যাপ্টারটা শুরু করেই মেজাজ খিচ খেয়ে গেল। ওখানে লেখা, the president of INDIA lives in a big house which is called Rashtrapati Vaban. etc... এবং সেই সংক্রান্ত পরবর্তী বর্ণনা। একটা ক্লাস টু এর বাচ্চা কেন বঙ্গভবন না শিখে ভারতের প্রেসিডেন্ট এর বাসভবনের নাম শিখতে যাবে? দেশটা যাচ্ছে কোথায়? আমার জানামতে মনিপুর উচ্চ বিদ্যালয় দেশের ভাল স্কুলগুলোর মধ্যে একটা।

সেই স্কুলে যদি এই বই recommend করা হয় তাহলে তো অবস্থা খুবই খারাপ। আজকাল বাচ্চারা কথার মধ্যে হর-হামেশাই হিন্দি শব্দ ব্যবহার করছে। কবে যে বাংলাদেশকে ইন্ডিয়ার একটা প্রদেশ হিসেবে ঘোষণার জন্য সারাদেশে আন্দোলন শুরু হবে সেটাই দেখার বাকি আছে। ইন্ডিয়া নামক আগ্রাসী দেশটা আমার মাথা সারাদিনই গরম করে রাখছে । জানিনা আমার মাথাটা কবে ঠাণ্ডা হবে!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.