আমি একজন সাধারন মানুষ। নিজের দেশে ১০০ তলা ভবন বানাবো তাতে ভারত বাধা দেবার কে? তাহলে কি আমাদের দেশটা ভারত চালায় ??????
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রাথমিক বিদ্যালয় ভবণ নির্মাণে বাধা দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। জানা যায়, উপজেলার সীমান্তবর্তী মণ্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টির একটি ঘরের ভিত্তিপ্রস্তরসহ প্রথমতলার নির্মাণকাজ শেষ হয় ২০০৮-০৯ অর্থবছরে। বর্তমানে এলাকার একমাত্র বিদ্যালয়টিতে ছাত্রছাত্রীর তুলনায় শ্রেণীকক্ষ সঙ্কট দেখা দেয়ায় সরকারিভাবে গত ১৪ নভেম্বর শুরু করা হয় দ্বিতীয় তলার নির্মাণকাজ। কিন' বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজসহ ভবণ নির্মাণ বন্ধ করতে বিজিবি কোম্পানি কমান্ডারকে একটি চিঠি দেয় বিএসএফ।
ওই চিঠির পরিপ্রেক্ষিতে নির্মাণকাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিজিবি। এতে বিদ্যালয়টিতে নির্মিত ভবনের দ্বিতীয় তলার নির্মাণকাজ বন্ধ রয়েছে। ফলে অর্ধনির্মিত অবস'ায় পড়ে থাকা ভবনে ঝুঁকিপূর্ণভাবে পাঠদান চলছে ছাত্রছাত্রীদের। এ নিয়ে বিএসএফের সাথে বিজিবির পতাকা বৈঠকে বসলেও কোনো সমাধান হয়নি। ফলে কাজ বন্ধ করে দিয়েছে ঠিকাদার।
মণ্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানা জানান, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে পুরোদমে শুরু হবে পাঠদান কার্যক্রম। তাই বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ অবস'ায় ছাত্রছাত্রীদের পাঠদান করাতে হবে। তারা বিদ্যালয়টিতে নিরাপত্তাহীনতার আশঙ্কাবোধ করছেন। এ ব্যাপারে তেঁতুলিয়া সদর বিজিবির কোম্পানি কমান্ডার মশিউজ্জামান বলেন, বিএসএফের বাধার কারণে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ভবণ নির্মাণকাজ বন্ধ থাকবে।
ফেসবুক থেকে পাওয়া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।