আমাদের কথা খুঁজে নিন

   

ভারত প্রেমিক এস্কিমো-সাব, আপনি কোথায় গেলেন? দুই বছর আগে উনার নিখাদ ভারত প্রেমের স্মৃতি

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ

৫৪-৫৫ অভিন্ন নদ-নদীর পানি, বাণিজ্য ঘাটতি, ট্রানজিট সবই ভারতের জয় জয়কার। তার উপর সীমান্তে বিএসফ কর্তৃক নিরীহ বাংলাদেশী হত্যা ইত্যাদিতে বাংলাদেশের বর্তমান অবস্থা কেমন তা বলার অপেক্ষা রাখে না। তাই ব্লগারগণ আসেন দেখি ভারত প্রেমিক এস্কিমো সাব কি রকম ভারত প্রেম দেখিয়ে ছিলেন! ভারতে আর্মস চালানে দোষ কেন?১৮ ই মে, ২০০৯ রাত ৯:৪৭ শান্তিবাহিনী তৈরী এবং দুই দশক ধরে আর্মস সরবরাহ এবং ভুমি ব্যব হার করতে দিল কে? ভারত। দুই দশকে হাজার হাজার নিরপরাধ মানুষের হত্যায় সহযোগিতা করল ভারত। কই তখন সুশীল সমাজ কে দেখিনি ভারতকে গালি দিতে, প্রতিবাদ করতে।

উলফা একটি স্বাধিনতাকামী সংগঠন, ভারতীয় কেন্দ্রের শোষন ও অনাচারের প্রতিবাদে তারা হাতে তুলে নিয়েছে হাতি্য়ার। ঠিক যেমনটি আমাদের বীর মুক্তিকামী জনতা পাকিস্তানের হাত থেকে মুক্তি পেয়েছে, তেমনি একদিন আসাম স্বাধীন হবে, এটাই কামনা। যেকোনো দেশের মুক্তিসংগ্রামে থাকে অন্য দেশের ভুমিকা। তাই উলফা কে অস্ত্র ও নৈতিক সাহায্য করা আমাদের উচিত। দশ ট্রাক অস্ত্র যারা আনতে সহায়তা করেছে, তাদের দোষ টা কোথায়? তারাতো অস্ত্র দেশে বিক্রি করতে আনেনি।

ব্যক্তিগত ভাবে লাভবান হবার প্রশ্ন আসেনা। দুই দেশপ্রেমিক অফিসারের এহেন পরিনতি আমাদের জন্য ভালো নয়, দেশের জন্য ভালো নয়। একটি ভংগুর ও সমস্যা জর্জরিত ভারত আমাদের জন্য ভাল। আসামে গন্ডগোল থাকলে ভারত আমাদের নিয়ে মাথা ঘামাবে কম। তখন টিপাইমুখ বাধ নির্মান বন্ধ হবে, সীমান্তে পাখির মতো মানুষের মৃত্যু হবেনা।

বাংলাদেশ তখন চলবে নিজের মতো। আসলে বিডিআর তদন্ত এখন শেষ পর্যায়ে। এটা নিয়ে যাতে বাজার গরম না হয় তাই এই দিকে জনগনের দৃর্স্টি ফেরানোর জন্যই এতসব আয়োজন। সাথে ভারতীয় হুজুরদের একটু খুশি করা হলো। এক ঢিলে দুই পাখি মরল।

দেশটা ভারতের দালালে ছেয়ে গেল। পত্রিকা থেকে সুশীল সমাজ সবখানেই দালাল আর দালাল। পত্রিকা যা ছাপায় আমরা পাবলিক বাইবেলের মত তাই বিশ্বাস করি আর আমরা বোকা পাবলিক তাতেই গরম হয়ে নাচি। পুতুলের নাচ ........যেমনে নাচাও তেমনে নাচি। ১. ১৮ ই মে, ২০০৯ রাত ৯:৪৮ এস্কিমো বলেছেন: হাতির ল্যাজ দিয়ে কান চুলকানো দোষের না - যদি সামলানো যায়।

১৮ ই মে, ২০০৯ রাত ৯:৫০ লেখক বলেছেন: একটি ভংগুর ও সমস্যা জর্জরিত ভারত আমাদের জন্য ভাল। আসামে গন্ডগোল থাকলে ভারত আমাদের নিয়ে মাথা ঘামাবে কম। ২. ১৮ ই মে, ২০০৯ রাত ৯:৫২ এস্কিমো বলেছেন: লেখক বলেছেন: একটি ভংগুর ও সমস্যা জর্জরিত ভারত আমাদের জন্য ভাল - এই চেষ্টা পাকিস্তান করেছে ৫০ বছর - এখন ওদের নিজেদের দোসরা কাপড়া লে আও মতো অবস্থা। প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক না রেখে কোন দিনই স্থিতিশীল গনতন্ত্র সম্ভব নয়। ১৮ ই মে, ২০০৯ রাত ১০:০২ লেখক বলেছেন: প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক ...........ভারত সরকারকে প্রশ্ন করুনতো সেটা কি জিনিস? নেপাল তো অনেকডিন পা চাটল।

এখন দেখেন কি অবস্হা। পাকিদের এই পরিণতির জন্য দায়ী আমেরিকা ও সামরিক সরকার গুলো। ৩. ১৮ ই মে, ২০০৯ রাত ৯:৫৩ দিগন্ত বলেছেন: কিন্তু দুদিন পরে মুম্বাই হামলার মত হামলা হলে পাকিস্তানের মত বাংলাদেশকেও লুকোতে হবে। আন্তর্জাতিক চাপ এলে কে দেখবে? ৪. ১৮ ই মে, ২০০৯ রাত ৯:৫৪ বিডি আইডল বলেছেন: @এস্কিমো দা ঠিক কানাডার মত..আপনি আমার চেয়ে অনেক বেশি দিন আছেন ভালো বলতে পারবেন...এখানে লোকজন কানাডাকে আমেরিকার পা চাটা কুকুর বলে শুনেছি এমনই সুসম্পর্ক ৫. ১৮ ই মে, ২০০৯ রাত ৯:৫৮ এস্কিমো বলেছেন: বিডিআইডল, কানাডা জি৮ এর অংশ হতে পেরেছে শুধুমাত্র আমেরিকা সাথে সুসম্পর্কের কারনে। কানাডায় উৎপাদিত পন্যে ৮০%ই আমরিকায় যায়।

একদিনে এই অবস্থা হয়নি। ভারতের বাজার বাংলাদেশের জন্যে আশির্বাদ। পাকিনীতি কখনই বাংলাদেশের জন্যে সুফল বয়ে আনবে না। ১৮ ই মে, ২০০৯ রাত ১০:০৩ লেখক বলেছেন: ভারতের বাজার বাংলাদেশের জন্যে আশির্বাদ............কিভাবে? বাণিজ্য ঘাটতি কত জানেন? ৬. ১৮ ই মে, ২০০৯ রাত ৯:৫৯ ক্যামেরাম্যান বলেছেন: আপত্তি এই কারণে যে এটা বাংলাদেশের নিজস্ব পরিকল্পনা না। আরেক দেশের গোয়েন্দা সংস্থাকে নিজের দেশে অবাধে কাজ করতে দিলে দেশের নিরাপত্তা থাকে কেমন করে ? আর তারা এইসব কাজ নিয়ে ব্যস্ত বলে দেশের প্রেসিডেন্ট হত্যার চক্রান্তের খবর পান না।

বিডিআরে যে ম্যাসাকার হলো সেসব চক্রান্তের খবর পান না। ১৮ ই মে, ২০০৯ রাত ১০:০৫ লেখক বলেছেন: গোয়েন্দা দের ঢেলে সাজাতে হবে। ৭. ১৮ ই মে, ২০০৯ রাত ১০:০৩ বিডি আইডল বলেছেন: এইরকম সুস্পর্ক তৈরি করতে কি ভারতের কোন আগ্রহ আছে? বন্দর এবং ট্রানজিট দিলে কি বাংলাদেশের পণ্য বর্তমানে ভারতে যেতে যেসব প্রতিবন্ধকতা আছে সেগুলো দূর হবে? টিপাইমুখ এবং ফারাক্কা সমস্যার কোন সমাধানে কি আন্তরিকতা দেখাবে ভারত? যদি তাই করে থাকে..আমার মনে হয় কোন বাংলাদেশীরই ভারত বিরোধী মনোভাব থাকা উচিৎ নয় তাহলে ৮. ১৮ ই মে, ২০০৯ রাত ১০:২২ রাফা বলেছেন: অন্যায়ের প্রতিবাদ আরেকটা অন্যায় দিয়ে হয় না। ভারত অনেক ব্যাপারেই আমাদের সাথে বিমাতা সুলভ আচরণ করেছে ; তাই বলে কি আমরাও একই ভাব তার জবাব দেবো ? তাহলে কুকুর আর মানুষের মধ্যে পার্থক্য কোথায় ? প্রবল ভারত বিদ্দ্বেষ প্রকাশ পাচ্ছে আপনার লেখায় তাই স্বাগত জানানো গেল না। স্বরণ করুন তো ১৯৭১ সালের কথা , তখন কিন্তু এই ভারতই ১ কোটিরও বেশি লোককে আশ্রয় দিয়েছিল।

৯. ১৮ ই মে, ২০০৯ রাত ১০:৩১ ভন্ডপির বলেছেন: ছাগলীয় কুযুক্তি। ১০. ১৮ ই মে, ২০০৯ রাত ১০:৩৪ সুনাগরিক বলেছেন: এস্কিমো আর বিডিআইডলের মন্তব্য ভালো লাগলো। ১১. ১৮ ই মে, ২০০৯ রাত ১০:৩৪ অমি রহমান পিয়াল বলেছেন: কই জানি শুনছিলাম উলফার মেকিং আইএসআইর আর বেসক্যাম্প বিডিতে। ইভেন বিডিআর ঘটনায়ও তারা জড়িত ওই ১০ট্রাক সামাল দিতে। যাক, শোনা কথায় বিশ্বাস করতে নাই।

দুই দেশপ্রেমিক (!) অফিসারের জন্য আপনার কান্নায় আমি অভিভূত ১২. ১৮ ই মে, ২০০৯ রাত ১০:৫৭ স্বপ্ন ব্যাকরণ বলেছেন: এস্কিমো বলেছেন: বিডিআইডল, কানাডা জি৮ এর অংশ হতে পেরেছে শুধুমাত্র আমেরিকা সাথে সুসম্পর্কের কারনে। কানাডায় উৎপাদিত পন্যে ৮০%ই আমরিকায় যায়। একদিনে এই অবস্থা হয়নি। ভারতের বাজার বাংলাদেশের জন্যে আশির্বাদ। পাকিনীতি কখনই বাংলাদেশের জন্যে সুফল বয়ে আনবে না।

>> এই বিশাল বাজারের কারনে বাংলাদেশ সাথে ভারতে বাণিজ্য বৈষম্য চলছে ৩০/৩৮ বছর ধরে। ১৩. ১৮ ই মে, ২০০৯ রাত ১১:১০ স্বপ্ন ব্যাকরণ বলেছেন: দোষের অনেক কারন Click This Link ১৪. ১৮ ই মে, ২০০৯ রাত ১১:১৭ কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: এর পরে তো লোকে বাফার স্টেট কইব, কারন দেখাইয়া। জাকী সাহেবের মনে হয় গঠনে সমস্যা আছে ১৫. ১৮ ই মে, ২০০৯ রাত ১১:১৭ বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: +। এস্কিমো সাহেব হল ১৯৮২ ব্যাচের বুয়েটের(সিভিল) ছাত্র। ঐ সময় কিছু ভারতীয় তাবেদার শিক্ষক ছিল যারা জিয়া ভাই সহ অন্যান্য ছাত্রদের উপদেশ দিত যে ভারতের সাথে আমাদের বর্ডার থাকার কোন যুক্তি ও দরকার নেই।

তাই জিয়া ভাই ব্রেইন ওয়াশড হয়ে গেছেন। এমনই ওয়াশড হয়েছেন যে ভারত বাংলাদেশের বিশাল ক্ষতি করলেও তেমন কিছু বলেন না। কিন্তু ১২০০ মাইল দুরের পাকিস্তান পান থেকে চুন খসলেও উনি সাথে সাথে এর বিরুদ্ধে লিখেন। প্রমাণ টিপাই মুখী বাধ নিয়ে উনি কোন কথাই বলছেন না। ১৬. ১৮ ই মে, ২০০৯ রাত ১১:২০ সততার আলো বলেছেন: যারা স্বাধীনতা চায়, তাদের স্বাধীনতা দিয়ে দেয়াটাই আমাদের মত স্বাধীনচেতা জাতির আকাংখা।

আমাদের উচিত আমাদের মুক্তিযুদ্ধে ভারত যেমনটি সাহায্য করেছে, আমাদেরও উচিত স্বাধীনতাকামী একটি জাতিকে তেমনটি সাহায্য করা। ১৭. ১৮ ই মে, ২০০৯ রাত ১১:২৪ সততার আলো বলেছেন: ঐ সকল বন্ধুকে বন্ধু ভাবা উচিত নয়, যারা ফারাক্কা আর টিপাইমুখ বাঁধের মাধ্যমে আমাদের আনুগত্য কামনা করে। যে যেমন, তার সাথে তেমন আচরন করাটাই সাধারন বিবেচনায় ভাল। ১৮. ১৮ ই মে, ২০০৯ রাত ১১:২৫ রফিকুল ইসলাম সোহেল বলেছেন: গোয়েন্দা চুদির ভাইগুলা তো অস্ত্র চোরাচালানে ব্যস্ত থাকে তাই দেশের ভিতর বিডিআরে কি হইতাছে তার কোন খবর রাখে না। শালার পুত কতগুলা।

এদের মতো কুত্তার বাচ্চাদের জন্যই এতগুলা সেনাকর্মকর্তাকে জীবন দিতে হয়। ১৯. ১৮ ই মে, ২০০৯ রাত ১১:২৬ ভন্ডপির বলেছেন: ছততার আলু, পাহাড়ীগো ছাধীনতা দিয়া দেন না ক্যা? ২০. ১৮ ই মে, ২০০৯ রাত ১১:২৬ বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই জাকি, এস্কিমো উনি মিথ্যা বলেছেন যে পাকিস্তান নাকি ভারতকে অস্থিতিশীল করছে। বরং কাশ্মীর, হায়াদ্রাবাদ, গোয়া, অরুণাচল, সিকিম ইত্যাদি দখল করে ভারতই পাকিস্তানে আতংক সৃষ্টি করে। এটা তার গুরু আগাচৌ পর্যন্ত শেষমেশ স্বীকার করতে বাধ্য হয়েছেন। এ ব্যাপারে আগাচৌ ২৪/১১/২০০৭ ইং হতে পরবর্তী ২/৩ মাস ধারাবাহিক ভাবে সিরিয়াল লিখেন প্রতি শনিবার দৈনিক সমকালে।

তবে আমি দুঃখিত বর্তমানে সমকালের ওয়েব সাইট সাময়িক ভাবে বন্ধ আছে তাই লিংক দিতে পারলাম না। এস্কিমো ভাই যে মাঝে মাঝে বড়সর মিথ্যা বলেন এটা তারই প্রমাণ। ধন্যবাদ। ২১. ১৯ শে মে, ২০০৯ রাত ১:০৫ লুথা বলেছেন: +++++++ হাছিনা বিবি খুব সুন্দর প্লট তৈরী করছে... যাই হোক, আমি শুধু ছোট একটা কথা বলতে চাই... আমাদের দেশে সব ভারতীয় চানেল দেখা যায়, কিন্তু পুরা ভারত দূরে থাকুক, একদম পাশের কলকাতাতেও ২ টা বাংলা চানেল দেখায় ওরা ?? দেখায় না... আজকে ভারত অনেক কিছু চাইতেছে আমাদের কাছে, বিনিময়ে আমরা কি পাবো, অইটা আগে পরিস্কার হওয়া দরকার... ২২. ১৯ শে মে, ২০০৯ রাত ১:২২ সাদাচোখ বলেছেন: বলদিয়(বলদ+ইঅ) প্রস্তাবনা। ২৩. ১৯ শে মে, ২০০৯ রাত ১:২২ এস্কিমো বলেছেন: রাজাকারের বাচ্চাদের সীমাহীন ভন্ডামীর একটা নমুনা হলো ভারতে বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করা।

লক্ষ্যনীয় যারা নিজের দেশের স্বাধীনতার বিরুদ্ধে পাকিদের খুন-ধর্ষনের সহায়ক ছিলো এরা এখন ভারতের বিচ্ছিন্নতাবাদীদের স্বাধীনতার জন্যে কুমিরের কান্নায় নেমেছে। এদের ভন্ডামীর সীমা নেই। ২৪. ১৯ শে মে, ২০০৯ রাত ১:২৪ এস্কিমো বলেছেন: মোস্তফা কামাল - ব্লগের প্রাসঙ্গিক আলোচনায় থাকার চেষ্টা করুন। ব্যক্তিগত বিষয় না আনাই বাঞ্ছনীয়। এইটা আপনার জন্যে শেষ পরামর্শ @ বা.জি ২৫. ১৯ শে মে, ২০০৯ রাত ১:২৯ সাদাচোখ বলেছেন: ভুল বসত + পড়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করছি।

>দুই দশকে হাজার হাজার নিরপরাধ মানুষের হত্যায় সহযোগিতা করল ভারত। কই তখন সুশীল সমাজ কে দেখিনি ভারতকে গালি দিতে, প্রতিবাদ করতে। >> ৩০ লাখ মানুষ কারা মারছিল? >শান্তিবাহিনী তৈরী এবং দুই দশক ধরে আর্মস সরবরাহ এবং ভুমি ব্যব হার করতে দিল কে? ভারত। >>শান্তি কমিটি তৈরি করছিল কারা? ২৬. ১৯ শে মে, ২০০৯ রাত ১:২৯ বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: @ এস্কিমো, ভারত শান্তিবাহিনী কে দিয়ে বাংলাদেশের অখন্ডতার বিরুদ্ধে যুদ্ধ করলে দোষ নেই কিন্তু বাংলাদেশ উলফা কে সাহায্য করলে যত্ত দোষ। এই মতলববাজি আর কতদিন? মূখ্যমন্ত্রী হাসিনা ভক্ত ইন্দুস্থানী তাবেদারদের বাচ্চাদের জন্য বাংলাদেশের এই দূরাবস্থা।

এদের কে গদাম লাথি। ২৭. ১৯ শে মে, ২০০৯ রাত ১:৩২ এস্কিমো বলেছেন: হাসিনা তাবেদারদের সারাদিন লাথিদেন - সমস্যা নাই। শুধু খেয়াল রাইখেন খাট থেকে পড়ে নিজের কোমরটা না ভাঙ্গে। (ব্যক্তিগত বিষয় নিয়ে কথা না বলার জন্যে ধন্যবাদ। ২৮. ১৯ শে মে, ২০০৯ রাত ১:৩৫ বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: জিয়া ভাই বুয়েটের ব্যাপার মোটেই আপনার ব্যাক্তিগত নয়।

আর শেষ পরামর্শ বলতে কি বুঝালেন? আপনি তো আপনার ব্লগে আমাকে ব্লক করে ছোটমনের পরিচয় দিয়েছেন। কিন্তু আমি আমার ব্লগে আপনাকে আজীবন মন্তব্যের সুযোগ দিব। এতেই প্রমাণ হয় অন্তত আপনার চেয়ে আমার মন অনেক বড়। ২৯. ১৯ শে মে, ২০০৯ রাত ১:৪০ এস্কিমো বলেছেন: আপনাকে আবারও বলছি - আপনার জ্ঞান বুদ্ধির সীমসাবদ্ধতা আছে। কোনটা ব্যক্তিগত আর কোনটা সামাজিক বুঝার ক্ষমতা আপনার নেই।

কথাটা বলার জন্যে দু:খিত। বোকা বন্ধুর চেয়ে বুদ্ধিমান শত্রুও ভাল। এই নীতিতে আপনার থেকে দুরে থাকার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি বুঝবেন। আপনি যে একজন নিম্নমানের বোকা মানুষ তা যদি বুঝতেন তবে গত তিনবছর আগেই আমার বিষয়ে বিরক্ত হতেন।

সেই ক্ষমতাও আপনার নেই। সত্যই দু:খিত। @বা.জি ৩০. ১৯ শে মে, ২০০৯ রাত ১:৪৭ পিন্টু-সুমন বলেছেন: নেক্সট চালানখানা জাকীর লুঙ্গির ভিতরে করে পাঠানো হৌখ। ৩১. ১৯ শে মে, ২০০৯ রাত ১:৪৯ পিন্টু-সুমন বলেছেন: দুই দেশপ্রেমিক অফিসার তো শুনলাম নিজেদের নামে টিভি চ্যানেল খুলতেছিল। জাকী কি ঐ চ্যানেলে চাকরি পাইছিলাইন? ৩২. ১৯ শে মে, ২০০৯ রাত ১:৫৪ বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: জিয়া ভাই, আপনার শিক্ষক শুধুমাত্র আপনাকে বলেনি যে আমাদের ভারতের সাথে বর্ডারের দরকার নেই এটা গোটা ক্লাসের ছাত্রদের বলেছে।

কাজেই এটাকে আপনি ব্যাক্তিগত ব্যাপার বলতে পারেন না। আর আপনি এমনই ইমোশোনাল ব্যাক্তি যে যুক্তি ও শোভন কথায় না পেরে আমাকে ব্লক করে অনেক ছোট মনের পরিচয় দিয়েছেন। আমার মন আপনার চেয়ে মন তো বড়ই এবং আপনার সাথে তর্ক করারও সৎ সাহস আছে। আর যদি ব্যাক্তিগত ও ব্লগের বিষয়ই এত বুঝেন তো টাকা খরচ করে ফোন করি আর আপনি বাসায় ফ্রি থেকেও ভাবী কে দিয়ে বলান আপনি ব্যাস্ত(ফোন ধরেন না), এই রকম জেদের কারণ কি? আমি বন্ধু না হলেও কোনমতেই শত্রু নই। ৩৩. ১৯ শে মে, ২০০৯ রাত ১:৫৮ এস্কিমো বলেছেন: বাজি - আপনাকে বলছি।

দয়া করে ব্যক্তিগত বিষয় ব্লগে আনবেন না। আপনার ফোন ধরা বা আপনার সাথে তর্ক তর্ক খেলা ছাড়াও আমার প্রচুর কাজ আছে। দয়া করে এখানেই চুপ মারেন। নাইলে আপনার প্রচুর ব্যক্তিগত বিষয় আমি জানি যা বলার পর আপনি হয়তো আর ব্লগিং করার মতো অবস্থানে থাকবেন না। ধন্যবাদ।

দয়া করে অফটপিক কমেন্টগুলো মুছে দেবেন@জাকী ৩৪. ১৯ শে মে, ২০০৯ রাত ২:০১ নির্বাক হাসান বলেছেন: এস্কিমো সাব টরেন্টো এডাল্ট নাইট ক্লাবের কি একটা পোষ্ট দেখেছিলাম কয়েকদিন আগে! ব্যাক্তিগত বিষয় হলে থাক কিছু বলার দরকার নাই ৩৫. ১৯ শে মে, ২০০৯ ভোর ৬:৩৬ রাজর্ষী বলেছেন: খুবই বাজে যুক্তি। মাইনাস ৩৬. ১৯ শে মে, ২০০৯ ভোর ৬:৫৫ হোলসেল বলেছেন: জিয়া বাইডি, ইন্ডিয়া যদি বাংলাদেশে পাহাড়িগো কাছে টেরাকে টেরাকে কঈরা অস্ত্র চালান দিতে সুরু করে, কি অইবে গো অঈ অঞ্চলটাতে? খিয়াল আচে? ভুদাইয়ের লাহান কতা কওনের লাইগ্যা বাইডিরে জুতা রেটিং করা অইল। সামাজিক ভাবে রাজাকার মাইন্ডেড লুক বয়কট করনের কাম। রাজাকার মাইন্ডেড লুকের ফুন না ধরন বা দাওয়াত একসেপ্ট না করনও সুয়াবের কাম। আমি কারুরে উদ্দেশ্য কঈরা কতাগুলা কঈনাই।

এগুলান এথিকসের ভিতরে পড়ে। জিনারাইলজড কইরা কইসি। ৩৭. ১৯ শে মে, ২০০৯ ভোর ৬:৫৭ হোলসেল বলেছেন: কিনাডায় লুকাল কলে কেমুন টেকা খরচা যায়? ৩৮. ১৯ শে মে, ২০০৯ সকাল ৭:০৩ হোলসেল বলেছেন: সরি মিস্টেক হইয়া গেসে গা। জাকি ভাইডি হইবে জিয়া ভাইডির জাগায়। ৩৯. ১৯ শে মে, ২০০৯ বিকাল ৩:২৪ রাজীব বলেছেন: ক্যামেরাম্যান বলেছেন: আপত্তি এই কারণে যে এটা বাংলাদেশের নিজস্ব পরিকল্পনা না।

আরেক দেশের গোয়েন্দা সংস্থাকে নিজের দেশে অবাধে কাজ করতে দিলে দেশের নিরাপত্তা থাকে কেমন করে ? আর তারা এইসব কাজ নিয়ে ব্যস্ত বলে দেশের প্রেসিডেন্ট হত্যার চক্রান্তের খবর পান না। বিডিআরে যে ম্যাসাকার হলো সেসব চক্রান্তের খবর পান না। ৪০. ১৯ শে মে, ২০০৯ বিকাল ৫:০১ বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: @ এস্কিমো, ভাই আপনি কিন্তু হুমকি দিচ্ছেন! এটা কি ঠিক হল? আমি শুধু ফোনের ব্যাপারটাই বলেছি এটা তেমন ব্যাক্তিগত কথা নয়। আপনাকে যে কেউ ফোন করতেই পারে সেটা দোষের নয়। তবে আলোচনার বিষয়াদি অবশ্যই ব্যাক্তিগত।

আপনি নিশ্চিন্ত থাকুন কোনদিনও ব্যাক্তিগত বিষয় কোন ব্লগে প্রকাশ করব না। আর ফোনেও যতদূর সম্ভব ব্লগীয় ও রাজনীতির বিষয় এড়িয়ে চলব। কিন্তু বুয়েটের দালাল শিক্ষক যে কথা আপনি সহ আপনার সহপাঠীদের বলেছে সেটা কেমন করে ব্যাক্তিগত হয়? আর আমি কিন্তু বলিনি যে আপনার ব্যাক্তিগত তথ্য ফাস করে দেব। দালাল শিক্ষকের কথা প্রসঙ্গক্রমে চলে এসেছে। তাই প্লিজ ঘাবড়াবেন না।

৪১. ১৯ শে মে, ২০০৯ বিকাল ৫:১২ বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: @ নির্বাক হাসান, থাক, এস্কিমো কে আর শরম দিবেন না। ৪২. ১৯ শে মে, ২০০৯ রাত ৮:৫৬ ধীবর বলেছেন: চুক চুক চুক। আহারে... ভারতের প্রতি দরদের গদগদ দেইখা মনটা বড়ই দুঃখিত হইলো। বাংলাদেশ জাহান্নামে যাউক, ভারত বাংলাদেশের পাইন মাইরা উজার কইরা দেউক। কোন সমস্যা নাই।

তবু মেরে ভারত মহান বইল্যা, তেরা তেরাঙ্গার জয়দ্ধোনি করবোই। পাগল দেখছি অনেক, কিন্তু এমুন খ্যাতা পুড়া পাগল দেখি নাই। Click This Link *************** তাইতো বলি, এস্কিমো সাহেব ঝোপ বুঝে কোপ মারতে ওস্তাদ। নিজেকে কি সুন্দর গুটিয়ে নিয়েছেন। তবে একটা কথা স্বীকার করতেই হয় উনি নির্লজ্জ অসভ্য আম্বা-বাকশালীদের তেকে একটু আলাদা।

আর তা হল চক্ষু লজ্জা নামক জিনিসটা উনার আছে। সে জন্যেই তিনি আর ব্লগিং করেন না।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.