আমি আছি সেইখানে............যেখানে নই তোমরা...তাই বলে নই আমি একা সরকারের ভারত প্রীতি আবারো প্রকাশ পেতে যাচ্ছে। গতকাল রেল ভবনে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টকস) খলিলুর রহমান ও ইঞ্জিন সরবরাহকারী প্রতিষ্ঠান ভারতের মেসার্স রাইটস লিমিটেডের নির্বাহী পরিচালক ভি কে জেইনের মধ্যে এ বিষয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, রেলসচিব ফজলে কবির এবং ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য। চুক্তি অনুসারে ভারতের পাবলিক সেক্টর কোম্পানি আগামী দেড় বছরের মধ্যে ইঞ্জিনগুলো সরবরাহ করবে। চুক্তিতে বলা হয় ভারতের কাছ থেকে ১০টি ডিজেলচালিত ব্রডগেজ বৈদ্যুতিক লোকোমোটিভ ইঞ্জিন কিনবে বাংলাদেশ রেলওয়ে। এতে তিন কোটি ১০ লাখ মার্কিন ডলারেরও বেশি ব্যয় হবে। এখন আমার প্রশ্ন হল পৃথিবীর আর কোনও দেশ কি রেল ইঞ্জিন তৈরি করে না? সরকারকে কেনও ভারত থেকেই রেল ইঞ্জিন কিনতে হবে? এমন তো না যে ইঞ্জিন গুলো বাকিতে কিনতে হচ্ছে! নগদ তিন কোটি ১০ লাখ মার্কিন ডলার দিয়ে এই ইঞ্জিন গুলো কিনতে হবে। ইন্ডিয়ান জিনিস গুলো যে কত ভাল সেইটা বাংলাদেশে চলাচল কারী ব্ল্যাক ক্যাব MARUTI SUZUKI দেখলেই বুঝা যায়। হাইরে কপাল আমরা পুঁটি মাছ হইয়াও,কিছু হইলেও বুঝি। আর আমাদের সরকার?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।