একগুচ্ছ কবিতা -প্রান্তিক জসীম (১) তোমার চোখে রাত্রি দেখি কেবল আর বিষণ্ন এক প্রহরীর মত নির্ঘুম বিলি করি ঘুম ও নীরবতা । ১২.৬.১২ (২) নিজেকে ভেবে - ভেবে কত আকুল আমি কখনো ভাবা হয়নি কে তুমি কি ভীষন স্বার্থপর আমি - তুমি ! ১০.৬.১২ (৩) সবুজ শস্যক্ষেত নির্মল বাতাস সুশীতল নিসর্গ নদী -সাগর -জলাশয় সবই তো নিলে দখলে শুধু মনুষত্ব ছিলো অবশিষ্ট তাও নেবে কেড়ে , সর্বগ্রাসী দানব ! ৯.৬.১২ (৪) আমি তোমার মতামতকে সম্মান করি মনে হয় জীবনের একটা পর্যায়ে এসে মানুষ তা করে। কিন্তু, অসহায়ত্ব এমন ব্যাধি যাকে ছুড়ে ফেলে পৃথিবীর কোনো সরল সত্যকে প্রতিষ্ঠা করা যায়না আমরা সেই যুক্তিহীন কাল অতিক্রম করছি হয়তো তারচেয়ে শব্দ ও সুরের পদ্যে এসো বাঁচি ! ৮.৬.১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।