আমি নিতান্তই একজন সাধারণ মানুষ । দেশের মাটি ও মানুষকে ভালবাসি । ছড়া, কবিতা, ফিচার, গল্প লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি । সত্তা লাগাম বিহীন ঘোড়া, সত্তা বিহীন খোঁড়া। আলোর মাঝে বিকাশ, আঁধার কাজে বিনাশ। --------------------- বিন্দু থেকে বৃত্ত বিন্দু থেকে বৃত্ত হয়, বৃত্ত থেকে বিন্দু নয় ; মগজ কথা কয়, জগৎ করে জয়। ---------------------- কা'কে বলি সোজা ? কা'কে বলি কলাই চোর, কা'কে বলি সোজা ? লোক দেখলেই দৌড়ে পালাই নিজের মাথায় বোঝা ! ---------------------- আড্ডা ভুবন ডাঙার মাঝি হয়ে আসবে যখন ফিরে, আড্ডা দিতে সবাই যাবো কাব্য নদীর তীরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।