"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
একগুচ্ছ অণু ভাবনা - ২
১
নুপূরের রিনিঝিনি সুরে,
তুমি হেঁটে যাও দূরে আরও দূরে।
২
রিমঝিম বৃষ্টির প্রতি ফোঁটায়,
আমার মনে ভালবাসার ফুল ফোটায়।
৩
দূর আকাশে ঐ মেঘের ভেলায়,
মন হারিয়েছি সেই ছোট্টবেলায়।
৪
ফাগুনের আগুন ঝরা বসন্ত দিনে,
ফুলতোলা পাঞ্জাবী দিয়েছিলে কিনে।
৫
বসন্ত এসেছিল ফুলের পরাগ রেণুতে,
তুমি সুর তুলেছিলে আমার পরাণ বেণুতে।
৬
শীতের ঘন কুয়াশাচ্ছন্ন দিনে,
শালে মুখ ঢাকলেও আমি নেবো চিনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।