মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। ।
১। তোমার স্মৃতি তোমার প্রীতি
ভুলতে নাহি পারি,
নবাগত প্রেমকে এখন
গলা টিপেই মারি ।
২। ভাবতে গিয়ে তোমায় নিয়ে
ভাবা হয় না কিছু,
সুখ নাহি পাই কোনখানে
দুঃখই থাকে পিছু ।
৩। যাকে মনের অধিপতি
নিয়েছিলাম করে,
সেই দেখি আজ দূরেই আছে
প্রেম গেছে সব মরে ।
৪।
চাইনি এমন জীবন আমি
চাইনি এমন প্রীতি,
যে প্রেম সদা আমায় নিয়ে
গায় যে বিষাদগীতি ।
৫। না চেয়েও পেয়েছিলাম
সোনার মানিক রতন,
যতনে ভুল ছিল বলে
তাই হল তার পতন ।
৬। অতীত স্মৃতি আমার প্রীতি
কেমনে তারে ভুলি,
কাঁদলে কাঁদুক মনটা আমার
প্রেমের শকুন গুলি ।
৭। কষ্ট স্রোতে ভেসে ভেসে
গেলাম নষ্ট হয়ে,
ভুলের নদী ভুলের পথেই
সদাই চলে বয়ে ।
৮। পাথর দিয়ে গড়া এমন
সব ব্যাথা সে সইবে,
মনের মানুষ করুক ঘৃনা
মনের কথাই কইবে ।
৯।
আমি আর আমার জী-দু-ক
কাউকে আর কইব না,
সে সব ব্যাথা আমারি থাক
সা-কা কভু চাইবো না ।
১০। মনটা যাবে মনের কাজে
আমি কি আর করি?
যে তরীখান হারিয়ে গেছে
তারে কেমনে ধরি ?
১১। বনের পাখি মনের মত
উড়ে গেছে বনে,
সুখ নাহি পাই দুঃখতো তাই
থাকে সদাই মনে ।
১২।
বিনা মেঘে বজ্রপাত আজ
হরণ করল সুখ,
বুক ভেঙ্গে যায় এ কোন ব্যাথায়
রইল মনে দুঃখ ।
১৩। বুক ভেসে যায় এ কোন ব্যাথায়
পারি নারে সইতে,
নিরবতাই সঙ্গী এখন
কাউরে নারি কইতে ।
১৪। সুখ হারিয়ে দুঃখতে
তাই করি বসবাস,
সবি যে হয় কল্পনাতীত
জীবনটাই উপহাস ।
১৫। মনের বীণায় সুর সাধী না
এখন আগের মত,
বিকল আমার গানের পাখি
দুঃখের নেশায় ব্রত ।
১৬। মনের আকাশ ভেঙ্গে কখন
বৃষ্টি হল জানি না,
আধার শুধু আমার ধরা
এই কখনো মানি না ।
১৭।
বুক জমিনে দিয়েছি কবর
মনের বাসিন্দা,
যে মোর মনে অষ্টপ্রহর
বাজাত সারিন্দা ।
১৮। প্রেম আগুনে পুড়ে গেছে
আমার মনের ঘর,
মনের মানুষ চলে গেছে
আপন হল পর ।
১৯। জীবন আমার নদীর মত
সদাই বইয়া চলে,
সুখের কথা ভুলে গেছি
দুঃখের কথায় বলি ।
২০। উলট পালট করে জীবন
কাঁপালে শুধু আমাকে,
আমি একাই হেরে গিয়ে
বিজয়ী ভাবি তোমাকে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।