আমাদের কথা খুঁজে নিন

   

একগুচ্ছ কৌতুক

কয়েকটা পিসি গেমস চাই ১.১. তিন বন্ধু নিজ নিজ বাবাদের দ্রুতগতি আর ক্ষিপ্রতা সম্বন্ধে গল্প করছে। একজন বলল 'আমার বাবা বাসের সাথে দৌড়ে বাসকে হারিয়ে দেন'। ২য় জন বলল আমার বাবা গুলি করে দৌড়ে গুলির আগে গিয়ে টার্গেটের কাছে গিয়ে টার্গেটকে ঠিকমত ধরেন যাতে গুলিটা লাগে'। এবার ৩য় বন্ধু যার বাবা একজন সরকারি অফিসার বলল 'আমার বাবা এত ফাস্ট যে অফিস প্রতিদিন ৫ টায় ছুটি হয় কিন্তু তিনি ৪ টায় বাসায় এসে পড়েন'! ১.২. আমাদের সচিবালয়ের ২৫ বছরের এক পুরোনো কর্মচারি জসিম সাহেব একদিন তার ফাইল কেবিনেট ঘাটতে গিয়ে একটা চেরাগ পেলেন। সেটা সাফ করার জন্য ঘষা দিতেই এক দৈত্য হাজির।

দৈত্য বলল সে জসিম সাহেবের তিনটা ইচ্ছা পুরন করতে পারবে। জসিম সাহেব বললেন তার একটা বিশাল প্রসাদ হোক, ব্যাস হয়ে গেল। ২য় ইচ্ছা? জসিম সাহেব বললেন তাকে সেন্ট মার্টিন দ্বীপে একটা বাসা দেয়া হোক, ব্যাস হয়ে গেল। ৩য় ইচ্ছায় জসিম সাহেব বললেন তাকে যেন জীবনে কোনদিন কাজ করতে না হয়। মুহুর্তের মধ্যে জসিম সাহেব দেখেন তিনি আবার সচিবালয়ে তার অফিসেই হাজির।

কারণ সেখানেই কোন কাজ করতে হয়না। ২ . এক সিলেটি ছাত্রকে শিক্ষক জিজ্ঞাসা করতেসেঃ শিক্ষকঃ বলতো বাবা, Horse বাংলা কি? ছাত্রঃ গুরা। শিক্ষকঃ গুরা!! আচ্ছা, Turn বাংলা কি? ছাত্রঃ গুরা। শিক্ষক কিছুটা রেগে বললোঃ তাহলে Powder মানে কি??? ছাত্রঃ গুরা। শিক্ষক পুরো রেগে গিয়ে বললোঃ সব কিছুই কি গুরা নাকি??? ছাত্রঃ না স্যার, একটা লাফাইন্না গুরা, একটা মুরাইন্না গুরা, আর শেষের টা গুরা-গুরা।

৩. পল্টু ও বল্টু মিশরে ঘুরতে গেছে । একটা মিশরীয় মমি দেখে পল্টু : এত্ত ব্যান্ডেজ ! নিশ্চয়ই কোন ট্রাক এক্সিডেন্টের কারণে এই অবস্থা ! বল্টু : আসলেই ! ট্রাক নাম্বারও লেখা দেখো , BC-1760 ৪. কুকুর ইংরেজি কী? ডগ ডগ কীভাবে ডাকে? ঘেউ ঘেউ। বিড়াল ইংরেজি কী? ক্যাট। ক্যাট কীভাবে ডাকে? মিউ মিউ। ইঁদুর ইংরেজি কী? মাউস।

মাউস কীভাবে ডাকে? ক্লিক ক্লিক। ৫. ক্লাশের ফাস্ট বয় ক্লাশে ঢুকে ঘুমিয়ে পড়ল. শিক্ষক: এই তুমি ঘুমাচ্ছ কেন? ছাত্র: আমাকে আমার মত থাকতে দিন। শিক্ষক: এমন করলেতুমি আর প্রথম হতে পারবেনা। ছাত্র: আমি নিজেকে নিজের মতগুছিয়ে নিয়েছি। ............শিক্ষক: তুমি এবারও কিন্তু গণিতে ১০০ পাবেনা এমন করলে।

ছাত্র: যেটা ছিলনা ছিলনা সেটা না পাওয়াই থাক....... সব পেলে ব্যর্থ জীবন। শিক্ষক: তাহলে তুমি এখন ক্লাশেমন দিবে না? ছাত্র: না....না না না..না.... না....না না না..না ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।