গনজাগরনের মাধ্যেমে পরিবর্তন সম্ভব....মানুষের চিন্তার পরিবর্তন করাটা জরুরি ....বুদ্ধিবৃত্তিক পুনরজাগরনে বিশ্বাসী এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের সিলেটবাসী সম্পর্কে কটূক্তির প্রতিবাদে গতকাল নগরীতে ঝাড়ুমিছিল, মানববন্ধন হয়েছে এবং ক্ষমা না চাওয়া পর্যন্ত এর সম্প্রচার বন্ধ রাখার দাবিতে স্মারকলিপি পেশ করা হয়েছে। কোর্ট পয়েন্টে জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট জেলা কমিটির ব্যানারে সিলেটবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে। সচেতন সিলেটবাসীর উদ্যোগে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া সিলেট উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ক্ষমা না চাওয়া পর্যন্ত এসসিএস কর্তৃপক্ষকে এটিএন বাংলার কার্যক্রম বন্ধ রাখার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।
সচেতন সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশে কমিটির আহ্বায়ক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেটবাসীর নিজস্ব চেতনা ও আত্মবোধ রয়েছে।
দেশে ও বিদেশে সুনামের সঙ্গে সিলেটবাসী বিভিন্ন পর্যায়ে ভূমিকা রেখে যাচ্ছে। এটিএন বাংলার চেয়ারম্যানের বক্তব্য সিলেটবাসী প্রত্যাখ্যান করেছে। আর এ বক্তব্যের জন্য তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, নতুবা সিলেটবাসী আরও কঠোর আন্দোলন করবে।
মাহফুজুর রহমানের সিলেটবাসী সম্পর্কে করা কটূক্তির প্রতিবাদে সচেতন সিলেটবাসীর উদ্যোগে আয়োজিত ঝাড়ুমিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ ও এসোনিক সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদের যৌথ পরিচালনায় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কাউন্সিলর মুজিবুর রহমান শওকত, কাউন্সিলর সিকান্দর আলী, এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, সেলিম আহমদ রনি, সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক এনামুল কুদ্দুস চৌধুরী, ছাত্রদল নেতা মাহবুবুল হক চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, শফিকুর রহমান টুটু, আব্দুস সামাদ তুহেল, আব্দুল মজিদ, এহসানুল হক তাহের, মনজুর আহমদ, তাজু ইসলাম তাজু, আব্দুল হাশিম জাকারিয়া, মিজান আহমদ প্রমুখ।
নগরীর শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ সমাবেশ শেষে সচেতন সিলেটবাসী কমিটি আবারও মিছিল সহকারে নগরীর ক্যাবল অপারেটর এসসিএস কার্যালয়ে যায়। সেখানে সিলেটে এটিএন সম্প্রচার বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদপত্র প্রদান ও চেয়ারম্যান নিঃশর্ত ক্ষমা না চাওয়ার আগ পর্যন্ত তা অব্যাহত রাখার আহ্বান জানান।
এদিকে ৩০ মে যুক্তরাজ্যের লন্ডনে সংবাদ সম্মেলনে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান সিলেটবাসীকে আক্রমণ করে যে কটূক্তি করেছেন এবং নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনি সম্পর্কে আপত্তিকর কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সিলেট কোর্ট পয়েন্টে জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট জেলা কমিটির ব্যানারে সিলেটবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তারা বলেন, লন্ডনে সংবাদ সম্মেলনে ড. মাহফুজুর রহমান সিলেটবাসীকে উদ্দেশ্য করে যে কটূক্তি করেছেন তাতে সিলেটের কোটি মানুষের হৃদয়ে আঘাত লেগেছে।
তিনি সিলেটের গৌরবময় অতীত-ঐতিহ্যের উপর আঘাত করেছেন। নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনি সম্পর্কে যে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন তার জন্য ড. মাহফুজুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট জেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজসেবী আলহাজ সামসুজ্জামান সামসুর সভাপতিত্বে জাতীয় মানবাধিকার সোসাইটি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সিলেট জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল-আসলাম মুমিনের সঞ্চালনে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার সোসাইটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান উপাধ্যক্ষ এম শহিদুল ইসলাম অ্যাডভোকেট। সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সৈয়দ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহীদ হোসেন জিসান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আতিকুর রহমান শাবু, জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট জেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম লিটন, সহ-সভাপতি অ্যাডভোকেট সেলিম মোহাম্মদ আলী আসগর, সহ-সভাপতি অ্যাডভোকেট তাজউদ্দিন মাখন, সহ-সভাপতি ডা. খলিলুর রহমান, কবি আব্দুল মুকিত অপি, জিয়া উদ্দিন লিটন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগরের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, ম. ম কলেজ শাখার সভাপতি কাজী মেরাজ প্রমুখ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।