মানুষ তার স্বপ্নের সমান বড়... জীবনানন্দ,তুমি আজকের তরুণদের প্রিয় কবি,অন্তত তারা তাই দাবি করে।আজ থেকে বহু বছর আগে তুমি লিখেছিলে-- "অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা; যাদের হৃদয়ে কোনো প্রেম নেই – প্রীতি নেই – করুণার আলোড়ন নেই পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহত্ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়।" হে নির্জনতম কবি,ব্যক্তিগত বিষন্নতা ছিল তোমার কবিতার উপজীব্য।তবু তুমি সব দেখে শুনে খেপে গিয়ে বাংলায় চিৎকার করে উঠেছিলে--একান্ত নিজস্ব ভংগীমায়।তার মাঝে কি ছিলোনা অন্ধদের সবচেয়ে বেশি চোখে দেখার সেই বৃত্ত ভাংগার প্রচ্ছন্ন আহ্বান?কিন্তু না,এত বছর পরেও আমরা পারিনি সে বৃত্ত ভাংতে;বরং তা আরো অনেক শক্তিশালী হয়ে জেঁকে বসেছে এ দেশে,সারা বিশ্বে।আমাদের ক্ষমা করো ,জীবনানন্দ;আমরা অক্ষম কাপুরুষ,আমাদের ক্ষমা করো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।