আলোকের ঝর্ণায় এসো করি স্নাণ স্যার আমি জানি সংসদের ঘটনায় আপনি মর্মাহত, জানেন আপনি এবং আমরাও জানি আলোর মশাল হাতে আপনি যে পবিত্র দায়িত্ব এগিয়ে নিয়ে যাচ্ছেন সে আলো সেই সব মানুষ দের আত্মার অন্ধকারে এখনো প্রজ্বলিত হয়নি । পরিপূর্ণ আলোর বাহিরে সেইসব মনুষ্য সত্ত্বার অসম্পূর্ণ আত্মাকে পূর্ণ আলোয় আলকিত করার দায়িত্ব আপনি স্বেচ্ছায় নিজের উপর প্রতিষ্ঠিত করেছেন। সত্যের চেয়ে সুন্দর আর কিছু নেই এটা আপনারই কথা । সত্য ন্যায় সভ্য সমাজের স্বপ্ন মিছিলে অপদেবতারা হানাতো দেবেই এতে আমরা শুধু করুণার হাসি হাসব। প্রমিথিউস যদি অনন্ত কালের অনন্ত যন্তনাকে মাথা পেতে নেয় মানুষকে আলোদেয়ার মহান কাজের জন্য তবে স্যার আমরা কি আপনার আলো জ্বালার মিছিলে একজন নগণ্য উজ্জীবক নাহই সেবক হিসাবে অংশগ্রহণ করব না । যদি সময় হয়েই থাকে আরও স্পস্ট কথা বলার তবে বলতে চাই সংসদে এখন অনেক অন্ধকার, তাই সেখানে আলোক বাহি আলকিত মানুষ খুব দরকার । স্যার কিছু আলো দিন হৃদয় উজাড় করে যাতে আলকিত মানুষেরা আলো ছড়াতে পারে পথ থেকে পথে যুগ থেকে যুগান্তরে ------------------------------- সংসদ পর্যন্ত সব খানে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।