আমাদের কথা খুঁজে নিন

   

একটি স্বপ্ন, আবদুল্লাহ আবু সায়ীদ স্যার এবং বাংলাদেশ!!

আমরা মানুষ। মানুষের স্বপ্ন থাকে। কেউ কেউ নিজে স্বপ্ন দেখেন এবং অন্যকে স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করেন। এমন মানুষ সমাজে বেশি নেই। থাকলে এই দেশটার এমন দশা হতো না।

স্বপ্নহীন মানুষ আসলেকি আর মানুষ থাকে? আমরা স্বপ্নে বাচিঁ। স্বপ্নকে বাচায়। দেশটাকে বাচায়। যাঁরা স্বপ্ন দেখে আমার তাঁদের দলে। যাঁরা স্বপ্ন দেখে তাঁরা দেশকে ভালোবাসে; আমরা তাঁদের দলে।

আবদুল্লাহ আবু সায়ীদ স্যার স্বপ্ন দেখেন এবং দেখান; সুতরাং আমি তার দলে। ব্যক্তিগত ভাবে আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রর সাথে যুক্ত ছিলাম না তবে তাঁর স্বপ্নের সাথে যুক্ত হয়েছি যখন থেকে বিশ্ব সাহিত্য কেন্দ্রর নাম শুনেছি। আজ যখন তাঁর বিরুদ্ধে কথা উঠেছে তখন আমাদের দাড়াতে হবে তাঁর পাশ মানে আমাদের স্বপ্নের পাশে। কারন স্বপ্ন ছাড়া যেমন মানুষ বাচতে পারেনা তেমনি কোন জাতি কোন কালে পৃথিবীতে মাথা তুলে দাড়াতে পেরেছে কি? মাননীয় সাংসদগণ প্রতিদিন সংসদে দাড়ি যা বলেন তা দেশবাসি জানেন। শুধু তাইনা তারা কে কি করেন তার খবরও ভালোমত জানেন এই দেশর ১৬ কোটি মানুষ।

ক্ষমা যদি কাউকে চায়তে হয় তা হলে ঐ সব সাংসদের চাইতে হবে যারা শফত নিয়ে শফত রাখেননি বা রাখন না। সময় এসেছে ঐসব শফত ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। সায়ীদ স্যার আপনাকে লাল সালাম। এদেশের আলোকিত মানুষগণ আপনার পক্ষে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.