আমাদের কথা খুঁজে নিন

   

সুপারম্যান হেরে যাচ্ছে ...

জড় এক প্রসঙ্গ কাঠামোর নিবিড় পর্যবেক্ষক :P মানুষ যার কাছে হেরে যায়, যাকে সে ছুঁতে পারে না তার ই ভক্ত বনে যায়। আমরা স্বপ্ন দেখি, প্রাণপণে চেস্টাও করি সেই মানুষটার মত হতে। ছোটবেলা থেকে আমরা স্বপ্ন দেখতাম অথবা আমাদের স্বপ্ন দেখানো হত আবদুল্লাহ আবু সায়ীদ স্যার কিংবা উনাদের মত সভ্যজনদের ঘিরে। মুক্তচিন্তা, সুন্দর করে কথা বলা বা আলোকিত মানুষ গড়ার প্রয়াস এসবের কাছে আমরা হেরে যেতাম। আমরা তাদের ভক্ত বনে যেতাম।

সময় বদলে গেছে। আজ আমাদের আদর্শ-অনুপ্রেরণা আবদুল্লাহ আবু সায়ীদ রা হেরে যাচ্ছেন। সুপারম্যান যেদিন হেরে যাবে সেদিন থেকে কোন শিশু সুপারম্যান হতে চাইবে না। আবদুল্লাহ আবু সায়ীদ, হুমায়ূন আজাদ, মুহুম্মদ জাফর ইকবাল রা এভাবে দিন দিন হেরে যাচ্ছেন, বদলে দিচ্ছেন আমাদের স্বপ্নকে । ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে দুর্বল স্মৃতিশক্তি আর তার চেয়ে দুর্বলতর যোগ্যতার কিছু মানুষ।

আমাদের আগামী প্রজন্ম কি তবে এসব "ধরাছোঁয়ার বাইরে থাকা লোক" হবার স্বপ্ন দেখবে। এরাই কি হবে আগামীর সুপারম্যান??  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।