আমাদের কথা খুঁজে নিন

   

'সুপারম্যান' পোপ ফ্রান্সিস

দেয়ালে আঁকা গ্রাফিতিতে তিনি আবির্ভূত হয়েছেন 'সুপারম্যান'- এর সাজে। ছবিটি টুইটারে প্রকাশ করেছে ভ্যাটিকান। রোমের পোপ ফ্রান্সিসকে নিয়ে আঁকা ওই দেয়ালচিত্র ইতোমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও আলোচনায় এসেছে।  

ছবিতে পোপকে দেখা যায় সাদা আলখাল্লা উড়িয়ে সুপারম্যানের মতো যাচ্ছেন। মুখে তার মৃদু হাসি, গলায় ঝোলানো ক্রসটিও যেন উড়ছে। সামনে এগিয়ে রাখা একটি হাত মুষ্টিবদ্ধ। আর অন্য হাতে ধরা পোপের সেই বিখ্যাত কালো ব্যাগ যাতে, স্প্যানিশ ভাষায় সাদা অক্ষরে  লেখা 'ভ্যালুজ'।  

১০১৩ সালের মার্চে ভ্যাটিকানের রোমান ক্যাথলিক চার্চের পোপ নির্বাচিত হন আর্জেন্টিনার নাগরিক জর্জ মারিও বেরগোলিও। পোপ  হিসেবে তার নতুন নাম হয় 'ফ্রান্সিস'। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।