আমি সুপারম্যান হবো, আকাশে উড়বো
সু্কন্যার ছাদে যাবো-সু্কন্যার সাথে খেলবো
সুকন্যার বাবা-মা এলে আমি লাফিয়ে পালিয়ে যাবো,
আমি সুপারম্যান হবো-
রোজি মিসের মাথায় উপর থেকে পানি ঢেলে দিবো-
আমি সুপারম্যান হবো
আকাশের সব ঘুড়ি দাঁত দিয়ে কেটে দিবো-
আমি সুপারম্যান হবো
রফিক চাচার বাড়িতে উপর থেকে মুতে দিবো
আমি সুপারম্যান হবো
সন্ধ্যায় মিলি ম্যাডামের কাছে পড়তে যাবো না-
সুপারম্যান হয়ে আকাশে ভেসে থাকব
আমি সুপারম্যান হবো
রাতে ঘুম না পেলে তারাদের সাথে মি্শব
আমার ডায়েরীতে আমার কবিতা
আমি আমার ইচ্ছা মতো লিখব-
আমি সুপারম্যান হবো ।
( আজ থেকে প্রায় কুড়ি বছর আগে এই কবিতা টা লেখা হয় । হঠাৎ কবিতাটি আমার হাতে আজ পড়ে । এই কবিতাটি যে বাচ্চাটা লেখে তখন তার বয়স আট বছর । বাচ্চাটার নাম রাজীব নূর ।
সুকন্যা সম্ভবত আমার সাথেই পড়তো । এমন একটা দিন নাই রোজি মিস আমাকে ধমক না দিতেন । ঘুড়ি উড়ানোর খুব শখ ছিল ছোটবেলায় । রফিক চাচা আমাদের পাশেই বাড়িতেই থাকতেন, এখনও থাকেন । বাজে মানূষ ।
তখন প্রতিদিন সন্ধ্যায় মিলি ম্যাডামের বাসায় পড়তে যেতে হতো কিন্তু ওই সময়তেই টিভিতে সুন্দর এ্কটা কার্টুন দেখাতো । ) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।