আমাদের কথা খুঁজে নিন

   

সুপারম্যান রিটার্নস

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

সুপারম্যান ইজ ব্যাক। এই দুনিয়ায় সুপারম্যানের দরকার নেই- এ ধারণাকে নস্যাৎ করে দিয়ে ফিরে এসেছে সুপারম্যান। একটা আস্ত বিমানকে হাতে ধরে স্টেডিয়ামে ল্যান্ড করিয়ে তবেই ফেরাটা জানান দিয়েছে সুপারম্যান। মুভিটি ব্যবসাসফল হবে।

লোকে উঠে পড়ে দেখবে। অ্যাকশন রিঅ্যাকশন দেখবে সেটা খবর। কিন্তু তারও চেয়ে বড় খবর আছে এ সিনেমায়। এই সিনেমাটিক অ্যাকশন ম্যানদের সেকেন্ড জেনারেশনের সম্ভাবনা তৈরি হয়েছে এই নতুন সিকোয়েলে। তারা বাচ্চা উৎপাদন করতে শুরু করেছে।

শুরু নয় শুধুপ্রেমিকার গর্ভে সুপারম্যানের বাচ্চা এখন রীতিমতো বড়। তার সামান্য অ্যাকশনও দেখা গেল। সুপারম্যানের সেকেন্ড জেনারেশনের গল্পটা বাজারে আনতে এখন হলিউডের কত সময় লাগে এটাই দেখার বিষয়। 2006-এ রিলিজ হওয়া ছবিটির পরিচালক ব্রায়ান সিঙ্গার। সঙ্গে সুপারম্যানের বাচ্চার ছবি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।