আমাদের কথা খুঁজে নিন

   

হায়রে সংসদ, হায়রে সাংসদ ক্রমেই তুমি বস্তি হয়ে উঠেছ!

মহান জাতীয় সংসদ এখন আর পবিত্র স্থান নয়, এখানে এখন কতিপয় বস্তিবাসী এসে এটার পবিত্রতা নষ্ট করে চলছে প্রতিনিয়ত।ভাবতেই অভাগ লাগে বাংলাদেশের সংবিধান যারা পরিবর্তন, পরিবর্ধন করবেন তারাই আজকে সংবিধানকে কলঙ্কিত করছেন। শিক্ষাই জাতির মেরুদন্ড, তাই যদি হয় তাহলে আমাদের কতিপয় সংসদ সদস্যরা কোন শিক্ষায় শিক্ষিত সেটা এখন ভেবে দেখার সময় হয়েছে। আসলেই কি তারা সু-শিক্ষায় শিক্ষিত না কু-শিক্ষায় শিক্ষিত? সভ্যতা সম্পর্কে তাদের সাধারন জ্ঞান আছে বলে মনে হয় না। মহান সংসদের সাংসদদের কাছ থেকে আগামী প্রজন্মের অনেক কিছু শেখার আছে তবে বর্তমানে কিছু সংসদ সদস্যদের কুরুচিপূর্ণ মন্তব্য, কথাবার্তা, শুনলে মনে হয় এর চেয়ে ঢাকার বস্তি এলাকার লোকজন এর চেয়ে সভ্য কথাবার্তা বলে থাকেন। সংবিধান সম্পর্কে আমার তেমন কোন ধারনা নেই তবে এটুকু বলতে পারি বর্তমানে সংরক্ষিত আসনের কিছু সংসদ সদস্যদের আচরন, কথাবার্তা শুনে মনে হয় আসলে কোন যোগ্যতা বলে তাদেরকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচন করা হয়েছে তা জাতির কাছে স্পষ্ট করে মাননীয় স্পিকার মহোদয়ের বলা উচিৎ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.