আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
ফলাও করে পালন হচ্ছে, গান্ধীজি-র জন্মদিন, অথচ ১৯০০ সালের গোড়ার দিকে সম্ভাবনাময় যে বাংলার একটি উজ্জল মানচিত্র আঁকা হচ্ছিল, তখন এই গান্ধীজি-ই এদেশের বিপক্ষে (সেই সম্ভবনাময় দেশটির বিপক্ষে, পূর্ব বাংলা) ৬ দিন না ৭ দিন না খেয়ে কাটিয়েছিলেন)। এই রবী বাবুর আজকের জাতিয় সংগীত-ই তখনকার ভারত কে জুড়ে রাখার জন্য বাংলাকে (বাংলাদেশ না হেত দেয়ার জন্য দায়ী ছিলেন। অথচ এই সমস্ত লোকেরাই আজ দালালী-ভন্ডামীর চক্রান্তে এনাদের জন্ম-মরণ দিন ফলাও করে প্রচার করেন, অথচ এদের প্রিয় নবী (স) এর জন্ম-মরণ দিন কেউ ফলাও করে প্রচার করেন না। আমরা অবাক হয়ে যাই, যে এরা কি ইতিহাস জানে, ইতিহাস মানে। নাকি বেহুশের মত শুধু চলতে জানে, অন্যদের অনুকরন হোক তা সঠিক বা বেঠিক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।