২ফেবরুারি ঘটল সে লজ্জাকর ঘটনাটি। স্থান চট্টগ্রামের আদালত ভবণ বারান্দা। কি অভাক করা কান্ড একজন গর্ভবতী মা মামলার হাজিরা দিতে এসে অসংখ্য লোকের সামনে নিজের অমূল্য সম্পদ সম্ভ্রমকে সবার চোখের সামনে বিলিন করে দিয়ে জন্ম দিল ফুট ফুটে এক কন্যা সন্তান। মা । মা।
মা। মা তো মা ই। মা-র কি কোন তুলনা হয়। পৃথিবীতে এমন কোন সন্তান আছে যে মায়ের পেট থেকে জন্মাইনি? আমার আপনার মা যার থাকার কথা ইজ্জত আব্রু নিয়ে পর্দার সহিত সোনার কাট পালং এ। সেই মা নাকি প্রকাশ্যে দিন দুপুরে আমার আপনার মত অকৃতজ্ঞদের পৃথিবীর আলো দেখাতে আদালত ভবণে রক্তাত্ব হচ্ছেন।
কই গেল সেই নারীবাদী সংগঠন ও নেতা নেত্রীরা? ৪৮ ঘন্টা পার হয়ে গেল কই? কেউ তো একটি প্রতিবাদ বিবৃতি পর্যন্ত দেয়নাই। আদালতে হাজিরা দিতে আসা লোক জন বা খারাপ লোক। কিন্তু যারা বিচার কার্য পরিচালনা করছেন তারাও কি তাহলে খারাপ? উচ্চ ডিগ্রীধারী উকিল, ম্যাজিষ্ট্রার, মুহুরি, চামচারা কি এত বড় একটা জঘন্য ঘটনা দিনের বেলায় চোখে দেখেনি? তাসলিমার মত অকৃতজ্ঞ ও বেইশ্যারা আজ কোথায়? কোথায় গেল মানবাধিকার সংগঠনের নেতারা? আমাদের দেশের প্রধান মন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীও তো নারী। তারা কি পারবে আমার এ বোনের মত লোক চক্ষুর সামনে তাদের অনাগত সন্তান জন্ম দিতে? তাহলে কেন? কোন কারণে এই দুই নেত্রী আজ চুপ চাপ? হায়রে মানবতা? হায়রে নারী সমাজ? হায়রে আমার দেশ? হায়রে আমার দেশের রাষ্ট্র নীতি? কই গেল তোর হুশ? কই গেল তোর মায়ের মান ও সম্মান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।