কুতুব বাগের ভন্ড নামধারী পীর
কুতুববাগ দরবার-এর এই ভন্ড নামধারী পীরের বিরুদ্ধে কাকরাইলের প্রায় ২৯ শতাংশ জমি ডেসটিনির কাছে ১৬ কোটি ৫০ লাখ টাকায় প্রতারণার মাধ্যমে বিক্রি করার অভিযোগ উঠে।
অভিযোগে প্রকাশ জমির প্রকৃত মালিক জনাব শরিফুল হক চিসতিকে দীর্ঘ ৯ মাস আটকে রেখে তার কাছ থেকে আম মোক্তার নামায় সই নিয়ে এই ভন্ড নামধারী পীর বিক্রি করে দেয় এই জমি। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে বেসরকারী টেলিভিশন একুশের টিমকে প্রায় ১ ঘন্টা আটকে রাখে ভন্ড পীরের ক্যাডার বাহিনী। ছিনিয়ে নেয় তাদের ক্যামেরা। পরে ক্যামেরা ফেরত দিলেও দেয়া হয়নি রেকর্ডকৃত ক্যাসেট।
টেলিফোনে শাসানো্ হয় সংশ্লিষ্ট রিপোর্টারকে। তেজগাঁও থানাতে এ বিষয়ে একটি সাধারণ ডায়রী করা হলেও কোন ব্যবস্থা নেয়নি থানা কর্তৃপক্ষ।
- কোনো হক্ব সিলসিলা থেকে খিলাফত লাভ না করেই নিজেই নিজেকে পীর দাবী করে!
- ছয়তলা বাড়ীর অনুমোদন নিয়ে বাড়ী করেছেন দশ তলা।
- একজন মুরীদের জমি আত্মসাৎ করে ডেসটিনির কাছে ১৬ কোটি টাকায় বিক্রি করেছেন এই ভন্ড নামধারী পীর।
- একুশে টিভির একজন সাংবাদিক লাঞ্চিত হয়েছেন এই নামধারী ভন্ড পীরের কাছে।
- ওরশের নাম করে কোটি কোটি টাকার আলোক সজ্জা ও আতশবাজি করে নিজের নাম-ধাম করে নামধারী এই ভন্ড পীর।
- প্রতিনিয়ত উল্টা পাল্টা হারামকে হালাল আবার হালাল কে হারাম ফতোয়া দিয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ায়।
- ইসলামে ছবি তোলা হারাম হলেও ঠিকই এই নামধারী ভন্ড পীর তার নিজের ছবি তুলে প্রচার করে!
-ইসলামে পর্দা করা ফরয হওয়া সত্বেও সে হর হামেসাই বেপর্দা হয়ে থাকে!আবার তা বর্তমান যুগে প্রয়োজন আছে বলে প্রচারও করে!
- মুজাম্মেল হ্বক, তোবারক হোসেন, মুজিবুর রহমান, শাহ গফুর খানসহ আরো অনেকেরই স্ত্রীরা তার পাশবিক লালসার শিকার হয়েছিল! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।