জীয়ল মাছ স্বপ্নেরা করে দাপাদাপি । সময়ের ঝাপ্টায় দোল খায়। স্বপ্নদেয়ালে লাগে কি শ্যাওলা !
বালক দেখে স্বপ্ন। লৌহজং বুকে কোশা ভাসিয়ে ঢেউয়ের তালে পৌঁছে যাবে সাগর মোহনায়। বালক হারিয়ে গেছে সেই কবে।
কুমারী স্বপ্নটুকু রয়ে গেছে বিষণ্ন ভাটিবেলায়।
শুরু করেছিলাম বয়োঃসন্ধিক্ষণে। নতুন পৃথিবী, ঘোরলাগা চোখ। আনাড়ি হাতে প্রথম ছোঁয়া। উল্টিয়ে গেছি পাতার পর পাতা।
হয়েছিলো কি প্রথম সর্গ পাঠ! হায় কোথায় যে হারিয়ে গেল সে !
কিশোরের চোখে কিশোরী ঝিলিক।
কিশোর, কিশোরী তোমরা গ্যালা যে কোথায় !
স্বপ্নেরা আজো যে খেলা করে মনোভূমে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।