স্বপ্নের দেয়ালে একেঁছি কল্পনার বুনোহাস
শক্ত হাতে ধরে আছি স্মৃতির স্মরণ ,
প্রতরণার মায়াজালে থেমো গেলো পথচলা
থামাতে পারেনা কেউ হৃদয়ের রক্তক্ষরণ ।
আমার বিবস্ত্র স্বপ্নেরা প্রতিনিয়ত
আচ্ছাদিত হয়ে অচেনা হয়ে যায় ,
ব্যলকনির পায়রার ঝুপটিটাও
অনেকদিন চৈতন্যহীন শুন্যতায় ।
স্মৃতিকে আজ দিগম্বর করে
চোখের জলে করেছি সিক্ত,
প্রেমের বাহুকে করে কর্তন
নিজেকে করেছি রিক্ত।
প্রয়াত নদীগুলো ঘোমটা দিয়ে কাঁদে
করকে'র স্পর্শে চমকিত হয় বালুকাবেলা ,
মমতার হাতে খুলে দেখি আচ্ছাদন
নাগিনীর মূখে হিংস্র প্রেতাত্মার খেলা ।
স্বপ্নটা ম্রিয়মান দূসরে যায় মিশে
আমাকে বিনে গড়ে নেয় সে সূখের বাসর ,
আমি হতশার সমুদ্রে সমাধিস্ত নদী
প্রাণহীন মরুতে সূচিত হয় নতুন কবর ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।