আমাদের কথা খুঁজে নিন

   

আমার স্বপ্নেরা

আমি অনেক ছোট একটা মানুষ। আমার অনেক স্বপ্ন ছিল ছিল কেন, আজও আছে শুধু একটু মরচে ধরা আলো-বাতাস-রোদ না পেয়ে একটু কেবল শুকিয়ে যাওয়া। রোদের কি দোষ? কি দোষ দেব আবির রঙের সন্ধেবেলার? সবটুকু দোষ আমার কেবল। আলো-বাতাস-সন্ধেবেলা ওরা অনেক ভালই আছে, দুপুরবেলা ভাতের সাথে চিবিয়ে খায় আমার রঙ্গিন স্বপ্নগুলো, রাতেরবেলায় রঙ্গিন চাদর মুড়ি দিয়ে চাঁদের সাথে ঘুমুতে যায়। আমার শুধু ঘুম আসে না।

ইচ্ছে ছিল, ঝাকড়া চুলের বাউল হয়ে কবির সাথে সুর মেলাব। সৃষ্টি আমার বৃষ্টি হয়ে ভাসিয়ে দেবে আকাশ বাতাস নদীর সাথে, ফুলের সাথে পাখির সাথে, সুরের সাথে আমার অনেক সখ্য হবে। দুচোখ ভরা স্বপ্ন নিয়ে তোদের দলে আমিও তাই গাইতে এসেছিলাম। আজকে দেখি, আমি আছি, তোরাও আছিস আছে সবার জীবনযাপন দুই মুহূর্ত কথা বলা, চোখের দেখা মুখের হাসি টুকরো টুকরো কথোপকথন। শুধু, সবার চোখে ফাকি দিয়ে স্বপ্নগুলো কখন যেন বদলেছে রঙ কোথাও যেন কেটেছে সুর।

আগের মত এখন তাই আর চোখ মেলে না স্বপ্নপাখা। কি দোষ দেব স্বপ্নগুলোর? কার দুয়ারে নালিশ দেব? ওরা যেমন বদলে গেছে খেয়াল-খুশি- ইচ্ছে মতন ওদের সাথে পাল্লা দিয়ে মানুষগুলোও বদলে গেছে সময় এবং সুযোগ বুঝে যখন যেমন, তখন তেমন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।