বাংলাদেশ আওয়ামী লীগ- বাংলাদেশের ইতিহাসের অন্যতম গৌরবজ্জ্বল দল। এই দলের হাত ধরেই এসেছে বাংলাদেশের স্বাধীনতা। বঙ্গবন্ধু নামক সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে বাঙালি, তিনি এই দলের নেতা ছিলেন। আজো এই দলের মাথার উপর শোভা পায় তাঁরই প্রতিকৃতি। কিন্তু তাঁর আদর্শ কি বহাল আছে এই আওয়ামী লীগে? আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পেয়ে বাংলার মানুষের বুকে ফিরে আসা শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলেন তৎকালীন ছাত্রনেতা তোফায়েল আহমেদ। আজ কোথায় সেই তোফায়েল? তাঁর যথোপযুক্ত মূল্যায়ন কি হচ্ছে বঙ্গবন্ধুকন্যার সরকারে? নাকি দরবেশ চাচাদের প্রচন্ড দাপটে কোনঠাসা হয়ে আছেন? দরবেশ চাচারা ব্যবসা বোঝেন। ব্যবসার স্বার্থে তারা জামাতের সাথে অবলীলায় আঁতাত করেন। প্রজন্ম যখন গলা ফাটাচ্ছে, "ই তে ইসলামী ব্যাংক- তুই রাজাকার, তুই রাজাকার" বলে, তিনি তখন ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশে হাস্যরসে মাতেন। যখন জামাতের চালে ফেঁসে লীগের তৃণমূল নেতাকর্মীরা বেঘোরে প্রাণ হারাচ্ছে, তখনও এই দরবেশ চাচারা মেহেন্দি লাগানো দাঁড়িতে হাত বুলান আর লাভের অঙ্ক কষেন। কিন্তু বঙ্গবন্ধুকন্যা, আপনি চুপ কেন? এই সব আগাছাদের অগ্রাহ্য করেও যে কটা মানুষ এখনো আওয়ামী লীগের কাছে কিছু প্রত্যাশা করে , তারা তো আপনার দিকেই চেয়ে আছে? আপনার কি কিছুই করার নেই?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।