আমাদের কথা খুঁজে নিন

   

এমসি কলেজ ছাত্রাবাসে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, ৪ টি কক্ষ ও গ্লাস ভাংচুর

সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। ছাত্রাবাসের দ্বিতীয় ও পঞ্চম ব্লকের ছাত্রলীগ সমর্থিত গ্রুপ দু’টির সংঘর্ষে ছাত্রাবাসের ৪ টি কক্ষের দরজা জানালার গ্লাস ভাংচুর ও একটি ডাইনিং কক্ষের ৩ টি গ্লাস ভাংচুর করা হয়। ঘটনার পর সন্ধ্যায় একদল পুলিশ ছাত্রাবাস পরিদর্শন করে। রাত পর্যন্ত এ নিয়ে ৫ম ব্লক ও ২য় ব্লকের মধ্যে উত্তেজনা চলছিল বলে জানা গেছে। গতকাল শুক্রবার বিকেলে দু’দফায় এ সংঘর্ষে আহত হয় অন্তত ৩ জন।

প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানায়, পূর্ব নির্ধারিত ফুটবল খেলা বিকেলে প্রথম ব্লকের সামনের মাঠে অনুষ্ঠিত হয়। খেলার এক পর্যায়ে দু’টি গোল দেয় দ্বিতীয় ব্লক। এরপরই ৫ম ব্লকের খেলোয়াড় রসায়ন চতুর্থ বর্ষের ছাত্র হাবিবকে খেলার মধ্যেই ২য় ব্লকের বহিরাগত ছাত্রলীগ কর্মী অনার্স দ্বিতীয় বর্ষের মানিক, উজ্জ্বল ও জুনেদসহ কয়েকজন আঘাত করে। এ সময় ৫ম ব্লকের ছাত্রলীগকর্মী ও ২য় ব্লকের ছাত্রলীগ কর্মীরা বিভক্ত হয়ে হাতাহাতি শুরু করে। হাবিবকে কিল ঘুষি ও লাথি মারতে থাকে তারা।

এসময় হাবিব দৌড় দিলে তাকে ধাওয়া করে ৫ম ব্লকের দিকে নিয়ে আসে। এর কিছু সময় পর আবার দা, হকিস্টি্ক ও লাঠি নিয়ে ৫ম ব্লকে এসে ব্যাপক ভাংচুর চালায় মানিক, উজ্জ্বল ও জুনেদসহ কয়েকজন ছাত্রলীগকর্মী। আহত ৫ম ব্লকের ছাত্র হাবিব জানান, খেলার মধ্যেই তাকে দুইবার আঘাত করে মানিক, উজ্জ্বল ও জুনেদ। ৫ম ব্লকের ছাত্রাধিনায়ক ইমতিয়াজ রফিক চৌধুরী জানান, তার ব্লকের ৪টি কক্ষ যথাক্রমে ৫০৯, ৫১০, ৫১২ ও ৫১৪ নম্বর কক্ষের দরজা-জানালা এবং ডাইনিং কক্ষের ৩টি গ্লাস ভাংচুর করা হয়েছে। ঘটনার পরে ছাত্রাবাসের তত্বাবধায়ক কলেজের অর্থনীতির সহকারি অধ্যাপক বশির আহমদ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জামাল উদ্দিন ৫ম ব্লকের ভাংচুর হওয়া কক্ষ পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।

রাতে এ ব্যাপারে যোগযোগ করা হলে ছাত্রাবাসের তত্বাবধায়ক বশির আহমদ জানান, অপ্রীতিকর এ ঘটনার পর উভয় পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হচ্ছে। বিস্তারিত ছাত্রদের কাছ থেকে জেনে নিতে বলেন তিনি। শাহপরান থানা পুলিশ জানায়, এ ঘটনার খবর পেয়ে পুলিশ ছাত্রাবাসে গিয়ে তত্বাবধায়ক শিক্ষকদের সঙ্গে কথা বলেছে। বহিরাগতরাই এ সংঘর্ষের কারণ হওয়ায় যেকোনো সময় ছাত্রবাসে তল্লাসী চালানো হতে পারে বলে জানায় পুলিশ। এদিকে, রাতে বিষয়টি মীমাংসার জন্য ছাত্রলীগ টিলাগড় গ্রুপের কয়েকজন নেতা ছাত্রাবাসে বৈঠক করেছেন বলে ছাত্রাবাস সূত্র জানিয়েছে।

দৈনিক সিলেটের ডাক এর সৌজন্যে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.