আমাদের কথা খুঁজে নিন

   

এমসি কলেজে ছাত্রলীগের সংঘর্ষ

রোববার দুপুরে এ সংঘর্ষের সময় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা ভাংচুরসহ দুই সংবাদকর্মীকে লাঞ্ছিত করারও অভিযোগ উঠেছে।
সম্প্রতি সিলেট জেলা ছাত্রলীগ সভাপতির পদ থেকে অব্যহতি পাওয়া পঙ্কজ পুরকায়স্থ ও ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
শাহপরাণ থানার ওসি লিয়াকত আলী বলেন, কয়েকদিন আগে পঙ্কজের পক্ষকে হটিয়ে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেয় হিরণপক্ষ।
বেলা ১২টার দিকে পঙ্কজের পক্ষের নেতাকর্মীরা ক্যাম্পাস দখল করতে গেলে এ সংঘর্ষ বাধে। এ সময় অন্তত ২০ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে পঙ্কজপক্ষ পিছু হটলে সংঘর্ষ থামে।
এ সময় ছাত্রলীগের কর্মীরা সময় টেলিভিশনের ক্যামেরা কেড়ে নিয়ে ভাঙচুর করে এবং চ্যানেলটির প্রতিবেদক আবদুল আহাদ ও আলোকচিত্রী (ক্যামেরাম্যান) নওশাদকে লাঞ্ছিত করে।
এ ঘটনার প্রতিবাদে টিলাগড়ে সিলেট-তামাবিল সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরা।
ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান ওসি লিয়াকত আলী।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.