inveterate to Create বেশ ক'বছর আগের কথা। বাসায় হঠাত করে লাল-পিঁপড়ার উৎপাত বেড়ে যাওয়ায় আমি বাজার থেকে পিঁপড়া মারার ঔষধ কিনে নিয়ে আসলাম।
ঔষধ দেখে আমার রুমমেট আমাকে বলে বসলঃ আবার ঔষধ কিনতে গেছ ক্যান, জ্বর তো এমনিতেই ভালো হয়ে যেত।
আমি তো অবাকঃ জ্বর আবার কার আসল!
রুমমেটঃ কেন, আমাকে দেখে কি তোমার অসুস্থ মনে হচ্ছে না?
আমিঃ একদম না।
রুমমেটঃ তাহলে এই ঔষধ কার জন্যে এনেছ?
আমিঃ পিঁপড়া মারার জন্যে এনেছি।
কথাটা শুনে আমার রুমমেট যেন আকাশ থেকে পড়ল।
বললঃ পিঁপড়ার পেটের ক্ষুধা বোঝ, কিন্তু দুই দিন ধইরা বাসায় চাল নাই, সেইটা তোমার চোক্ষে পড়ে না?
........................................................................................................................
আমি তখন কিছুই বলতে পারি নি। কারন, কোন যুক্তি দেখানোর সুযোগ ছিল না আমার।
পরে ভেবে দেখলাম- আসলেই তো, নিজের পেটে ভাত নেই কিন্তু আমি ঠিকই পরের ক্ষতি করতে এক পায়ে দাঁড়িয়ে পড়ি।
বলাই বাহুল্য, এটাই মানুষের স্বভাব।
নিজের ঘরের ঠিক নেই কিন্তু অন্যের ঘর ভাঙ্গতে সর্বদা প্রস্তুত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।