আমার বাড়ির দখিনের যে আকাশ
সেথায় অনেক মেঘ,
মেঘ গুলোর দিকে তাকিয়ে উদাস কাশবন,
ছোটো ছোটো পাহাড়ের গা জুড়ে,
ফয়েজ লেক এর যে ধারে ঐ পাহাড়গুলো,
তার উল্টো দিকে তার বাড়ি,
সে আমার পরের বউ............
মেঘের উপরে মেঘ,
তার উপরে সাদা মেঘের বাড়ি,
তার উপরে নীল মেঘের ছড়াছড়ি,
তার ও উপরে আছে নানা রঙের মেঘ,
তার উপরে শুধুই উদাস মেঘের ঢেউ
সে আমার পরের বউ......
ধুধু দুরের গ্রাম,
তার ও ধারে মাথা উচিঁয়ে অনেক গুলো গাছ,
গাছ গুলোর ফাক গলিয়ে দুরের আরেকটি গ্রাম,
তার ওধারে মাথা উচিয়ে একটি তাল গাছ;
তার ও ওধারে দাড়িয়ে আছে কেউ
সে আমার পরের বউ............।
শস্য খেতের পরে বন,
বনের পরে দীঘল শণ,
শনের পরে ডোবা নালা ,
তার পরে ফাকা চালা,
তার ও পাড়ে বিরান মাঠ.......
তার ও ধারে আরো বিরান কেউ
সে আমার পরের বউ..........।
জন আসে জন যায়,
চেনা জন অচেনার ভিড়ে হারিয়ে যায়,
তার পরেও আরো কেউ আাসে,
পাশে বসে, হাসে, ভালও বাসে,
তারপরেও হ্য়ত আবার হারিয়ে যায়..
পাশে না বসেও কখনো কখনো হারায় না কেউ কেউ
সে আমার পরের বউ.......।
কষ্টের ও নিজস্ব কিছু স্ফুর্তি থাকে,
বেদনার থাকে নানা রঙ,
রঙ ও কখনো কখনো বিবর্ণ হয়,
কোন কোন শোক যেমন আনন্দময়..
সুখের ও নাকি তেমন অসুখ থাকে,
সে অসুখেও ভোগে কেউ কেউ
সে আমার পরের বউ........।
মহাসমুদ্রে চড়ে বেরাতে চাইল যে,
অবশেষে তট থেকে শুধুই কুরাল ঝিনুক,
হ্য়ত জানলই না সে কখন, কেন, সে সমুদ্রে ওঠে ঢেউ
হ্য়ত জানল না, সেটা জানল, তবে অন্য কেউ..
শান্ত সমুদ্রের বুকে হঠাৎ সুনামীর ঢেউ
সে আমার পরের বউ......।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।