মানুষ হবার প্রচেষ্টায়
মা, আমাকে হত্যা কর না মা,
মা তোমায় পায়ে ধরি, মা।
কেন তুমি আমাকে হত্যা করবে,
কেন মা কেন? যেতে হবে আমাকে নিরবে,
আমাকে কি তুমি চুমু খাবে না?
কোলে নিয়ে জরিয়ে ধরবে না?
জান মা আমার মুখে অনেক মায়া ছিল,
যা তুমি দেখতে পেলে না,
মুখে আমার অনেক হাসি ছিল,
তুমি তা শুনতে পেলে না।
আমিও হয়তো করতাম কত খেলা,
বিকেল গড়িয়ে চলে যেত বেলা,
তুমি হয়তো আমাকে বকা কত দিতে,
হেসে ফেলতে আমি তোমায় জরিয়ে ধরাতে।
মিষ্টি করে বলতে, “হয়েছে হয়েছে আর না,
এতো সময় আর খেলা করবে না”
আমিও কি পারতাম না বড় কিছু হতে?
তোমার কোন অজানা স্বপ্ন পূরণ করতে?
তাহলে কেন করছ আমায় নীরব,
কেন করছ হত্যা আমার অজানা স্বপ্ন সব?
আমি তো করি নি কোন ভুল,
কেনই নিভিয়ে দিচ্ছ আমার জীবন ফুল?
ভুল করেছ শুধুই তোমরা আর তুমি,
সে ভুলের শিকার কেনই বা হব আমি?
আমাকে তুমি সত্যিই মেরে ফেলবে,
সত্যিই তুমি আমাকে মুছে দিবে?
মা, ওমা, ও আমার মা,
আমি মরতে চাই না মা।
আমাকে দয়া কর মা,
আমাকে মেরো না, আমাকে... মেরো না মা
মা..............................।
এর পর নেই কোন শব্দ,
সব কিছুই নিস্তব্দ......।
মা, আমাকে হত্যা কর না মা,
মা তোমায় পায়ে ধরি, মা।
কেন তুমি আমাকে হত্যা করবে,
কেন মা কেন? যেতে হবে আমাকে নিরবে,
আমাকে কি তুমি চুমু খাবে না?
কোলে নিয়ে জরিয়ে ধরবে না?
জান মা আমার মুখে অনেক মায়া ছিল,
যা তুমি দেখতে পেলে না,
মুখে আমার অনেক হাসি ছিল,
তুমি তা শুনতে পেলে না।
আমিও হয়তো করতাম কত খেলা,
বিকেল গড়িয়ে চলে যেত বেলা,
তুমি হয়তো আমাকে বকা কত দিতে,
হেসে ফেলতে আমি তোমায় জরিয়ে ধরাতে।
মিষ্টি করে বলতে, “হয়েছে হয়েছে আর না,
এতো সময় আর খেলা করবে না”
আমিও কি পারতাম না বড় কিছু হতে?
তোমার কোন অজানা স্বপ্ন পূরণ করতে?
তাহলে কেন করছ আমায় নীরব,
কেন করছ হত্যা আমার অজানা স্বপ্ন সব?
আমি তো করি নি কোন ভুল,
কেনই নিভিয়ে দিচ্ছ আমার জীবন ফুল?
ভুল করেছ শুধুই তোমরা আর তুমি,
সে ভুলের শিকার কেনই বা হব আমি?
আমাকে তুমি সত্যিই মেরে ফেলবে,
সত্যিই তুমি আমাকে মুছে দিবে?
মা, ওমা, ও আমার মা,
আমি মরতে চাই না মা।
আমাকে দয়া কর মা,
আমাকে মেরো না, আমাকে... মেরো না মা
মা..............................।
এর পর নেই কোন শব্দ,
সব কিছুই নিস্তব্দ......।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।