লেখক/কবি
আমার সাজানো বাগানে
কতো ভ্রূণ
কতো বীজ
নিশ্চুপ শুয়ে থাকে
ভ্রূণগুলো নিশ্চুপ একাকার
শুয়ে থাকে অব্যক্ত বীজের ভেতরে
জানা যায় না, ছোঁয়াও যায় না তাদের
আলো আর বাতাসের আর আর্দ্রতায়
চারাগুলো বেড়ে ওঠে নিষ্পাপ বারতায়
তাদের তুলে ফেলি আক্রোশহীন
অমোঘ আবেগ সয়ে
তারপরও কেউ কেউ বেড়ে ওঠে একদিন
বন্যতা মেখে, শূন্যতা ঢেকে।
আমার সাজানো বাগান
প্রকৃতিই সাজাবে সময়ের ফোঁড়ে
আমি বা আমরা নই এমন তো কিছু
বাগান সাজাবার
আমরা যে টিকে থাকি
সময়ের স্বল্প পরিসরে
সামনে ও পেছনে মহাকাল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।