আমাদের কথা খুঁজে নিন

   

ডিএসই: সপ্তাহের শেষ দিন সূচক বেড়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিন লেনদেন শেষে সাধারণ সূচক বেড়েছে। বৃহস্পতিবার লেনদেনের শুরুতে সূচক ওঠানামা করলেও পরে সূচক বাড়ে। দিন শেষে ডিএসই সাধারণ সূচক গতদিনের চেয়ে প্রায় ৩৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৯৩টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত ছিল ২৬টির। হাতবদল হয়েছে ১৮৫ কোটি টাকার শেয়ার।

টানা ছয় দিন দরপতনের পর বুধবারের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচকে যোগ হয় প্রায় ৬৮ পয়েন্ট। হাতবদল হয় ১৮৭ কোটি টাকার শেয়ার। সপ্তাহের তৃতীয় দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক কমে প্রায় ১৪ পয়েন্ট। সোমবার দিনশেষে শেষে সূচক কমে প্রায় ৭০ পয়েন্ট। সপ্তাহের প্রথম দিন সাধারণ সূচক কমে প্রায় ৮২ পয়েন্ট।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক প্রায় ১৯৩ দশমিক ৮৭ পয়েন্ট বা ৩ দশমিক ৮৮ শতাংশ কমে। গড় দৈনিক লেনদেন কমে দাঁড়ায় ২৯২ কোটি টাকায় যা তার আগের সপ্তাহে ছিল ৩৫৭ কোটি টাকা। গত সপ্তাহের আগের সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক প্রায় ৮৪ দশমিক ৮৪ পয়েন্ট বা ১ দশমিক ৬৭ শতাংশ কমে। এরও আগের তিন সপ্তাহে সাধারণ সূচক যথাক্রমে ৮৪ পয়েন্ট, ২ পয়েন্ট ও ২০৪ পয়েন্ট কমেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.