এর আগে পাঁচ কর্মদিবসে ৩৬৬ পয়েন্ট সূচক কমার পর মঙ্গলবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখান পূঁজিবাজারের বিনিয়োগকারীরা।
বুধবার সকাল ১১টায় লেনদেন শুরুর পর সূচক উঠতে থাকে। বেলা সাড়ে ১২টার সময় ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১২৯ পয়েন্ট বেড়ে চার হাজার ৫৯ পয়েন্ট হয়।
ওই সময় পর্যন্ত এ বাজারের বাছাই সূচক ডিএস ৩০ আগের দিনের চেয়ে প্রায় ৬৩ পয়েন্ট বেড়ে হয় ১ হাজার ৪৯৮ পয়েন্ট ।
দেড় ঘণ্টায় ডিএসইতে প্রায় ২৪৬ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যার মধ্যে দাম বাড়ে ২৩৬টি শেয়ারের, কমে ১৮টির এবং অপরিবর্তিত ছিল ৮টি কোম্পানির শেয়ারের দাম।
সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার ডিএসই সূচক ১২৫ পয়েন্ট কমে, লেনদেন হয় ৪৩৯ কোটি টাকার শেয়ার। সোমবার সূচক ৩৫ পয়েন্ট ও রোববার ১৩৩ পয়েন্ট কমে।
আর গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক কমে ৩৯ পয়েন্ট। গড়ে ৮৫৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। তার আগের সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক কমে ৭ পয়েন্ট।
রোজার মাসে ডিএসইতে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টা লেনদেন হচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।