আমাদের কথা খুঁজে নিন

   

ডিএসই লেনদেনে ধস : বিনিয়োগকারীদের বিক্ষোভ

তোমাকে ভাবাবোই

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবারের লেনদেনে বড় ধরনের দরপতন হয়েছে। দরপতনের খবরে দুপুরে রাজধানীর মতিঝিলে ডিএসই'র সামনে বিক্ষোভ করেন বিনিয়োগকারীরা। পরে পুলিশ লাঠিপেটা করলে ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ১৯৯৬ সালে স্বল্প সময়ের ব্যবধানে শেয়ারের আকস্মিক উত্থান-পতনের 'কালো দিবসের' পর এটাই সর্বোচ্চ দরপতন। পরিস্থিতি শান্ত করতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) চেক ক্লিয়ারিং ও নেটিং সুবিধা সম্পর্কিত আগের দু'টি নির্দেশনা স্থগিত করে দেয়। বাজারের কার্যক্রম শেষ হওয়ার আগে রেখাচিত্রের অবস্থান আরো একবার নেমে যায়। শেয়ারের লেনদেন কমে দিন শেষে দাঁড়ায় এক কোটি ৯৬ লাখ ৯০ হাজার টাকা, যা গত দিনের চেয়ে প্রায় চার শতাংশ কম। লেনদেন হওয়া ২৪১টি প্রতিষ্ঠানের মেয়ারের মধ্যে ১৭৮টির শেয়ারের দর পড়ে যায়, ৫৮টি শেয়ারের দাম বাড়ে ও পাঁচটি শেয়ারের দাম অপরিবর্তিত থাকে। ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.