ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদে যোগ দিয়েছেন সালমান এফ রহমান।
বেক্সিমকো গ্র"পের ডেপুটি চেয়ারম্যান সালমান বৃহস্পতিবার বিকালে ডিএসইর প্রধান কার্যালয়ে এসে পর্ষদ সভায় অংশ নেন। এ সময় ডিএসই সভাপতি শাকিল রিজভী তাকে শুভেচ্ছা জানান।
শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিচালনা পর্ষদের নীতিমালা অনুযায়ীই সালমান এফ রহমান পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। তিনি বিকালে পর্ষদের সভাতেও অংশ নিয়েছেন।
"
ডিএসইর পরিচালক পদে এতোদিন বেক্সিমকো গ্র"পের মনোনীত সদস্য ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সোহেল এফ রহমান। স¤প্রতি তার পদটি খালি হয়।
শাকিল রিজভী জানান, শূন্য পদটি পূরণে বিএপিএলসির সভাপতিকে পরিচালক মনোনীত করার বিষয়ে ডিএসইর প্রস্তাব স¤প্রতি এসইসির অনুমোদন পায়। সেই হিসেবেই পরিচালনা পর্ষদে আসলেন সোহেলের ছোট ভাই সালমান।
ডিএসইর পরিচালনা পর্ষদে ২৪ জন সদস্যের মধ্যে ১২ জন নির্বাচিত এবং ১২ জন বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে মনোনীত হয়ে থাকেন।
সদস্যদের ভোটেই সভাপতি, জেষ্ঠ্য সহ-সভাপতি এবং সহ-সভাপতি নির্বাচন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরবি/জেকে/২২১৭ ঘ. ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।