বৃহস্পতিবার দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ২১ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৮৭৮ পয়েন্ট হয়েছে।
এ বাজারের বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় দশমিক ৫ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ৪২৬ পয়েন্ট।
সারাদিনে হাতবদল হয়েছে ৪৬৬ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যা আগের দিনের চেয়ে ৩৩ কোটি টাকা বেশি।
এদিন দাম বেড়েছে ১৭২টি শেয়ারের, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত ছিল ২০টি শেয়ারের দাম।
এ সপ্তাহের পাঁচ কর্মদিবসের মধ্যে চারদিনই ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে।
বুধবার ডিএসইএক্স সূচক ৯৯ পয়েন্ট বাড়ে, লেনদেন হয় ৪৩৩ কোটি টাকার শেয়ার। মঙ্গলবার সূচক ৯ পয়েন্ট বাড়ে এবং ২৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার ডিএসইএক্স ৬৪ পয়েন্ট বাড়ে, ১৮৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। তবে রোববার সার্বিক সূচক ৭৮ পয়েন্ট কমে যায়, লেনদেন হয় ১৬৫ কোটি টাকার শেয়ার।
এক সপ্তাহের লেনদেনে ডিএসইর সাবিক সূচকে যোগ হয়েছে ১১৫ পয়েন্ট।
দৈনিক গড় লেনদেন ছিল প্রায় ২৯৮ কোটি টাকা।
গত সপ্তাহে ডিএসইএক্স ১১ পয়েন্ট হারায়। লেনদেন হয় গড়ে ৪৩৫ কোটি টাকার শেয়ার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।