আমাদের কথা খুঁজে নিন

   

ডিএসই সূচক ফের চার হাজারের নিচে

তবে সপ্তাহের তৃতীয় দিন লেনদেন সামান্য বেড়েছে ঢাকার পুঁজিবাজারে।
মঙ্গলবার সকাল ১১টায় লেনদেন শুরুর পর সূচক কিছুটা উঠলেও এরপর কমতে শুরু করে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১২৫ পয়েন্ট কমে তিন হাজার ৯২৯ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস ৩০ আগের দিনের চেয়ে প্রায় ৬০ পয়েন্ট কমে হয় ১ হাজার ৪৩৫ পয়েন্ট ।
সারা দিনে ডিএসইতে প্রায় ৪৩৯ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা সোমবারের চেয়ে ৭ কোটি টাকা বেশি।


এদিন দাম বেড়েছে ৩১টি শেয়ারের, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত ছিল ১৫টি কোম্পানির শেয়ারের দাম।
সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার সূচক কমে ৩৫ পয়েন্ট, লেনদেন হয় ৪৩২ কোটি টাকার শেয়ার।   আর রোববার সূচক ১৩৩ পয়েন্ট কমে, ৬০৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।  
গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ৩৯ পয়েন্ট কমে। গড়ে ৮৫৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

  তার আগের সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক কমে ৭ পয়েন্ট।
রোজার মাসে ডিএসইতে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টা লেনদেন হচ্ছে।
আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক মো. মুনিরুজ্জামান বাজার পরিস্থিতি সম্পর্কে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছু কিছু শেয়ারের দাম অনেক বেড়েছে। ফলে দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরাও অনেক লাভে চলে এসেছেন। লাভ তুলে নেয়ার জন্য তারা শেয়ার বিক্রি করছেন।

ফলে সূচক কমছে।
“আবার অনেকে সূচক কমতে দেখে ভয়ে শেয়ার বিক্রি করে দিয়েছেন তাই সূচক আরো কমে গেছে। ”
অবশ্য একটি ব্রোকারেজ হাউজের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, কিছু কিছু শেয়ারের দাম অনেক বেড়ে গিয়েছিল। এসব কোম্পানির ব্যাপারে আগেই ব্যবস্থা নেয়া উচিৎ ছিল ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.