এক সুময় ব্যান খাইতে চ্রম টেস্ট লাগতো, এখন খাইতে কিরাম যেন তিতা তিতা লাগে.. তাই খাওন ছাইড়া দিচি... এইতো কিছুক্ষন আগের কথা এক লুলি আপুর ফোন- আপু: হ্যালো.. খালি ব্যান খাই* বলছেন? (*মানে আমার আসল নাম হপে ) আমিঃ জি বলছি.. আপুঃ আমি সিটি ব্যাংক এর এইচ এর থেকে বলছি। আমিঃ সরি বুঝলাম্না.. (ক্লিয়ারলি বুজছিলাম যদিও ) আপুঃ আমি সিটি ব্যাংক এর এইচ আর থেকে বলছি। আমিঃ জি বলুন আপুঃ আপনি কিছুদিন আগে সিটি ব্যাংকে একটা রিটেন টেস্ট দিয়েছিলেন। আমিঃ জি আপুঃ আপনি কুয়ালিফাইড হয়েছেন। আমিঃ তো? আপুঃ আগামী কাল সিটি ব্যাংকের হেড অফিসে আপনার ইন্টারভিউ। আমিঃ কখন? আপুঃ ১২.৫০ এর সময় উপস্থিত থাকবেন। (কেনযে এই আজগবী টাইম বললো বুজ্লাম্না) মঞ্চাইল আপুর সাথে আরেকচু গ্যাজাই আবার জিগাইলামঃ কোথায় হবে যেন..? উনি সুন্দর করে উত্তর দিলঃ হেড অফিসে কইলামঃ অফিসটা কোথায় যেন?(যদিও হেড অফিস চিনি ) (এইবার মনে হয় উনি একটু চেৎলেন) বলে যেঃ আপনাকে বিস্তারিত মেইল করা হয়েছে, দেখে নিন প্লিজ.. ( বাক্যখানের স্টাইল আর টোন শুইনা জ্বলা আগুনে মনে হয় পানি পড়ে বদমাইশি আগুন নিভে গেলু ) কইলামঃ আচ্ছা ঠিকাচে। (তারপর মেইল চেক কর্লাম) দোয়া কইরেন আমার লাইগ্যা... যাতে ব্যাংকার হইয়া আপনাগো মাঝে টেকা বিতরণ কর্তে পারি...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।