গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের সবকটি বিভাগের অনেক এলাকায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হয়। সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয় হাতিয়ায় ১২৯ মিলিমিটার।
এছাড়া চট্টগ্রাম, রাঙ্গামাটি ও কুতুবদিয়ায় ১১২ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়।
বুধবারের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এক বুলেটিনে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
কক্সবাজার, চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে অধিদপ্তর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।