ভারী বর্ষণের পাশাপাশি ঝড়ো হাওয়ার জন্য সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেটে ভূমিধস হতে পারে।
চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পাহাড়ে অনেক পরিবার বাস করে। ২০০৭ সালে পাহাড় ধসে শতাধিক মানুষের মৃত্যু হয়। গত বছরও নিহত হয় ২০ জনের বেশি।
বুধবার চট্টগ্রামের অধিকাংশ এলাকায় ভারী বর্ষণ হয়েছে। সিলেটে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায়, ১০০ মিলিমিটার।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার ও খুলনা সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা বহাল রয়েছে।
উত্তর বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন এলাকায় উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা বলেছে অধিদপ্তর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।