আমাদের কথা খুঁজে নিন

   

পালক নিয়ে

আপাতত ঘুরপাক খাচ্ছি! ১. এক যাদুমন্ত্র কি জানি এক যাদুমন্ত্রের বলে বেঁচে আছি, চলছি অজানা গন্তব্যে মাঝে মাঝে পথে ভুলে যাই দিন ক্ষণ। চলার পথে প্রতিটি দৃশ্যের অন্তরালে চলে যাই আবার জেগে উঠি নব চৈতন্যে আমার শেকড় আমার সম্বন্ধ সব একে একে জলযানে ভ্রমণের মত নদীর বাঁকে বাঁকে নতুন দৃশ্য রুপে ভেসে ওঠে আবার পানকৌড়ির মত ডুব দিয়ে অন্যপ্রান্তে চলে যায়। ব্যস্ততম বন্দরে নতুন সওদাগর হিসেবে হাজির হই বনজোছনার আধেক আলোয় সওদা ফেরী করি। ২. চলো কোথাও চলো কোথাও বেরিয়ে আসি এখানে এই নির্বোধ নগরীতে মন টিকছে না দু'দন্ড এ এক আগুন জ্বলা শহর রন্ধ্রে রন্ধ্রে বিষবাস্প দহনে দহনে শরীর মন পুড়ে ভস্ম। ধূসর মানচিত্র বদলিয়ে কিংশুক ঘেরা বনবিথীকার অবগুন্ঠন চাই।

এখানে আমাকে কেউ চিনে না অনাদরে পড়ে আছি কয়েকযুগ অনাবাদী মনের জমিনে জল নেই হালচাষ নেই । শুকনো খড়ের গাদায় ব্যাঙের ছাতার মত গজিয়েছে ছত্রাক অসাড় অঙ্গে স্থবির জীবন যেন হয়েছি এক পরজীবি সর্বভূক। চলো অন্য কোথাও যাই জীবনের পথ খুঁজি প্রান্তরে প্রান্তরে পথের ধারে রোপন করি নব বৃক্ষ সারি। দিগন্তে সবুজ পাহাড় তার শিখরে চারখুটিতে বাধি ঘর গড়ি শালপাতার বাড়ি। ৩. নিশুতি রাত এখন নিশুতি রাত ঝমঝম শব্দে মেইল ট্রেনে চেপে শব্দেরা আসবে পিড়ি পেতে বসে আলাপ সারবে।

কখনোবা পরস্পরে কুন্তল সরিয়ে ফিসফিস গুনজনে মাতবে। কেউ বা রাঙা বেলী জুঁই চামেলীর শীতল স্নানের পর ভেজা বেনী খুলে মুচকি হাসবে। কেউ বা শিশিরভেজা গোলাপ শরীর ছুঁয়ে কাঁদবে। তারপর--- নোটিশবোর্ডে তালা ঝুলানো স্থায়ী নোটিশ "এখন সময় বিষাদ বারুদ নেভানোর সদ্যজাত আনন্দ সঙ্গমের পর শরীর বিভাজিত তির্যক ঘুম আবশ্যক। কলাপসিবল গেটের ভিতর অনধিকার চর্চা দন্ডনীয় অপরাধ।

" ৪. পালক নিয়ে কতদূরে যেতে চাও যাও! পালক এখানে ফেলে যাও সমুদ্রবক্ষে নুড়ি খোঁজো জুড়ি থেকে খোঁজো শালুক জমাট জলের স্যাতস্যাতে ক্ষেত চিরে তুলে আনো খাদ্য কেননা তুমি অপাপবিদ্ধ এক বিহঙ্গ। পৃথিবীময় সুখের হাতিয়ার খোঁজো অথচ, এখানে বুভুক্ষ এক আত্মা তোমার নীড়ে ফেরার প্রতীক্ষায় তোমার খাদ্যের শেষ কণা আহরণের দৃশ্য দেখার অপেক্ষায় হাঁটু মুড়ে পালক নিয়ে বসে আছে অপলক দৃষ্টিতে। পাদটীকাঃ এই সব লেখা বেশ কিছু জমে আছে অনেক দিন। তাই একটু বেশী করেই দিয়ে দিলাম। ছবিঃ নিজস্ব এ্যালবাম।

( মুনিয়া পাখি। ক্ষুদ্রাকার একটা পাখি। ছবিটি সিলেটের টিলাগড় ইকোপার্ক থেকে তোলা। )  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।