আমাদের কথা খুঁজে নিন

   

পালক ও পলক বিষয়ক



পালক রেখে যায় পাখি আর প্রেম রেখে যায় পলক , কিছুটা আলোর ছটা আর কাছে ডাকার বহ্নিময় দিন আমি তাকিয়ে দেখি ডুবে যাচ্ছে চাঁদ, ছন্দ , চয়ন একবার পাতাল কুড়াতে গিয়ে যে জল তুলে এনেছিলাম, ডুবে যাচ্ছে সেই কলস ও আমার হাতের তালুতে। তুমি চোখ রেখে হরণ করতে চাইছো সেই তালুমূল আর একটা শাদা পালক উড়ে উড়ে ভ্রমণ করছে তোমার চিবুক, ...... মেয়ে তুমিও কি চিরকাল ভ্রমণবিলাসি মেঘ ! ছবি- ইব্রাহিম সাবাজ পেকডেমির

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।