আমাদের কথা খুঁজে নিন

   

বিধাতা প্রশ্ন তোমায়

সুন্দর পৃথিবীর জন্য শুভ কামনা প্রিয় বিধাতা, জানি তোমাকে কোন প্রশ্ন করা যাবেনা। কিন্তু মনে অসংখ্য পশ্নের ভিড়। প্রশ্নগওলো না করেও থাকতে পারছি না। তুমিতো আওয়ামীলীগ, বিএনপি বা জামাত নও, তুমিতো রহমান, আশাকরি কিছু মনে করবে না। তোমাকে আমি আজ জনির বিষয়ে কিছু প্রশ্ন করবো।

জনি, আমাদের কলিগ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে চাকরী করে। যাকে তুমি লিউকোমিয়া (ব্লাড ক্যানসার) দিয়েছো। ওর বয়স খুব বেশি না, একদমই কম, মরে যাওয়ার জন্যতো একেবারেই কম। এইতো আমার চোখের সামনেই সে চ্যানেল ওয়ানে এমসিআর এক্সিকিউচটভ হিসাবে চাকরী-জীবন শুরু করল। সেটা আর ক'বছরইবা হবে।

বিয়ে করেছে এইতো সেদিন। ফুটফুটে ছোট্ট একটা সন্তান জন্মালো মাস ক'এক আগে, যে সন্তানের মুখে এখনো বাবা ডাকটিও ফোঁটেনি। জনি, অযুত স্বপ্নে ভরা মনটা যার থৈ থৈ করতো, সবসময় বলত একদিন সে বড় মাপের ওয়েব প্রোগ্রামার হবে। চ্যানেলের চাকরী তার ভাল লাগে তবে স্বপ্নের প্রফেশন হল প্রোগ্রামিং। নিজেকে একজন প্রোগ্রামার পরিচয় দিতে সে খুব স্বাচ্ছন্দ বোধ করতো।

কি এমন বয়স হয়েছে তার যে, তুমি মানে বিধাতা তোমাকে বলছি, যে তুমি তাকে তোমার কাছে ডেকে পাঠালে? লিউকোমিয়ার মতো কঠিন ব্যাধি তাকে দিলে? ওর কি এখন হাসপাতালের বেডে অক্সিজেন মাস্ক পরে মরার মতো অসাড় পড়ে থাকার কথা, নাকি যৌবনের তপ্ত রক্ত স্রোতে ডগমগিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা? তুমি যা করো সবই মঙ্গলের জন্য করো। জ্ঞানীরা তাই বলে। আমি মূর্খ মানুষ, আমি অতো ভাল বুঝিনা। জনির মৃত্যুদন্ডে আমি কোন কল্যাণ দেখতে পাচ্ছিনা। একটি তরুণ তাজা প্রাণের অপমৃত্যুতে কি কল্যাণ লুকিয়ে আছে? ২-৩ বছর সংসার করেই একটি মেয়ের বিধবা হয়ে যাওয়াতে কি কল্যাণ নিহিত আছে? কি কল্যাণ নিহিত আছে একটি শিশুর বাবা বোঝার আগেই তার বাবা হারিয়ে যাওয়াতে? হ্যা আমার বোকা চোখে আমি একটি কল্যাণ দেখতে পেরেছি।

তা হলো আমারা সবই এক হয়েছি। আমরা সবাই তোমার বিরুদ্ধে লড়ছি। আমরা তোমার সিদ্ধান্তের বিরুদ্ধে লড়ছি। তুমি জনির মৃত্যু ঘোষনা করেছো বলে আমরা জনির মৃত্যুর প্রহর গুনছিনা। আমরা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিকে একত্রিত করে জনির মৃত্যুর বিরুদ্ধে লড়ছি।

আমরা বাংলাদেশের প্রতিটি টিভি চ্যানেলের কর্মীরা জনির ব্যাথা বুকে ধারণ করেছি। আমরা জনির বাবার চোখের জলকে আরো বেগবান করে মৃত্যুকে ভাসিয়ে দিতে বন্যা হয়ে আসছি। আমরা জনির স্ত্রী ও সন্তানের হৃদয় বির্দীণ করা আতনাদকে দামামায় রূপান্তরীত করে যুদ্ধের জন্য প্রস্তত। স্কয়ার হাসপাতালে জনি লড়ছে মৃত্যুর সংগে, আর হাসপাতালের বাইরে আমরা লড়ছি জনিকে বাঁচিয়ে রাখার সংগ্রামে। এ সংগ্রামে আপনাকেও পাশে চাইছি।

সর্ব সাধারণের সহযোগিতা কামনা করছি। যে কোন রকমের সহযোগিতা পাঠানোর ঠিকানা: MD.MOHIDUL ALAM (FATHER OF JONY) NATIONAL BANK LTD ACCOUNT NO-SB34002372, ISHWARDI BRANCH, ISHWARDI সেল ফোনঃ ০১৭১১৮২৬৫২৭ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।