//
অবিশ্বাস্য হলেও সত্যি একটি পরোটার দাম ভ্যাটসহ প্রায় ১০০ টাকা! দেড় লিটারের এক বোতল খনিজ পানি (মিনারেল ওয়াটার) ৬৫ টাকা! আর প্রতি প্লেট ডাল ভ্যাট ছাড়াই ২০০ টাকা।
এ রকম গলাকাটা দাম নেওয়ার অভিযোগ উঠেছে বন্দরনগরী চট্টগ্রামের আবাসিক হোটেল ‘দ্য অ্যাভেনিউ হোটেল অ্যান্ড স্যুটস’র বিরুদ্ধে।
সোমবার নগরীর লালখান বাজার এলাকার ইস্পাহানি মোড়ের ওই হোটেলের একজন গ্রাহক পাকা রশিদ (মেমো) ও কাগজপত্রসহ সাংবাদিকদের কাছে খাবারের মাত্রাতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ করেন। ২০ মে (রোববার) এসব রশিদ ইস্যু করা হয়।
অভিযোগকারীর দেওয়া হোটেল অ্যাভিনিউ’র ‘মিনি বার বিল’-এ দেখা যায়, মিনারেল ওয়াটার (১ দশমিক ৫ লিটার) ৬৫ টাকা।
অথচ সরবরাহ করা ‘মাম’ ব্রান্ডের দেড় লিটারের ওই পানির বোতল বাংলাদেশের খুচরা বাজারে বিক্রির নির্ধারিত মূল্য ২৫ টাকা।
আরেকটি রশিদে দেখা যায়, ৪টি পরোটা ৩২০ টাকা, ১ প্লেট ভুনা বিফ ৩৫০ টাকা, ১ প্লেট ভেজিটেবল ২৭০ টাকা এবং ১ প্লেট ডাল ২০০ টাকা। মোট ১ হাজার ১৪০ টাকা। এর সঙ্গে ১১৪ টাকা সার্ভিস চার্জ এবং ১৮৮ টাকা ভ্যাট যোগ করে নেওয়া হয়েছে ১ হাজার ৪৪২ টাকা।
উল্লেখ্য, সব রশিদে গ্রাহক ও বিক্রেতা দুইজনেরই স্বাক্ষর রয়েছে।
রশিদে ছাপানো করদাতা শনাক্তকরণ সংখ্যা-২০১১৩৯৩৩৬৮।
@ বাংলানিউজ২৪ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।