আমাদের কথা খুঁজে নিন

   

অযাচিত যত কথা...

আমার কোনো গন্তব্য নেই । পরিব্রাজকদের কখনো গন্তব্য থাকার কথা না... হিতাহিত জ্ঞান শুন্য রবে শুন্য মনের খাঁচা আত্না তোমার পূর্ণ হবে আপন মাঝে বাঁচা মন ভোলানো অনেক কঠিন মনের ভুলে থাকা একপথ থাকে অনেক সোজা রাস্তা আঁকাবাকা । মৃণ্ময়ী তোর নাম রেখেছি আগলে রাখা পুতুল সেবার আমার অষ্টপ্রহর ভুলের পরের মাশুল কোনো একটি চিরচেনা মেয়ে দীর্ঘকেশী বালিকা দেখা হয়নাই তার সাথে আর জমে থাকে প্রহেলিকা অনাগত এক দ্বীর্ঘশ্বাস আমার পাশে ঘোরে আপন জগত্‍ আপন মানুষ যখন থাকে দূরে তোর মাঝে থাকে আনন্দ আর লুকিয়ে রাখা কথা কথা মাঝে শুনি তোর চিরচেনা আপন দুঃখ ব্যাথা এই হাসি আর এই কান্না তাহার নয়ন জুরে গুলতানি যতো আলোচিত কথা পরাণ কেঁদে মরে প্রিয়ক্ষণ আসে তবু কেনো যেনো প্রিয় কেউ থাকেনা অসংশনীয় সময় আমার জানি আমি ভাবিনা মনকষ্টে অযাচিত রাত জেগে থাকে নির্ঘুম আপন মাঝে দুঃখ বোঝা বয়ে যবি কতক্ষণ শুকনো পাতা একটি চড়ুই আমার উঠোন জুড়ে বাসা বেধেছে মাথার ওপর ঘরের ঘুলঘুলিতে এইবার শুরু এইবার শেষ অনুত্তরতা পালন বুকেতে জমা জাপটে থাকা ফিরে গিয়ে সৃতিচারণ গভীর রাতে জ্বরের ঘোরে মাঝে প্রলাপ করি প্রশ্ন কিসে দুঃখ কিসে আবার ঘুমিয়ে পড়ি বসন্ত তার বারে বারে আসুক ফুল ফোটে থাক বাগিচায় আঁধার বনে জ্যোত্‍স্না থাকুক চৈত্রের পূর্ণিমায় মৃত্যুঘন্টা মৃত্যুচিহ্ন মৃত্যুঞ্জয় আসে অস্পষ্ট মৃদুস্বরে বলি দেখিনা কাউকে পাশে __একজন পরিব্রাজক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।