আমাদের কথা খুঁজে নিন

   

নিজের জন্য রচিত, এখন অযাচিত

গলাবাজ আর সত্যিকারের লেখক এই ব্লগে টিকে থাকে, আমি কোনটাই না
মানব সম্পর্কের মসৃণ লেপা উঠোনে প্রবেশ করলো এক আকর্ষনীয় পোশাকধারী পোশাকের বিচারে নয় মানুষ হিসাবেই আচার পেল সব, সাদর সম্ভাষণ, আপ্যায়ন সত্যি কি সুন্দর আপনার ছিমছাম নিবাস গাছগাছালি, ফুলের মেলা আমারও খুব প্রিয় যে রুচির বহিঃপ্রকাশ ঘটেছে প্রতি কোনায় কোনায় কি দরকার ছিলো এতো পদের সমাহার এক বেলায় অতিথি নয় সে, সময়ের এক মুঠো কাটাবে সাথে হৃদয়ের সবটুকু সম্পদে ভরে যাক উঠোনটাতে অতিথি ছিলোনা সে, বলেছি আগেই সেটা সময়কে আঁকড়ে নিজেকে করেছে সে আপন বাড়িময় প্রতিটা বিন্দু ছুঁয়ে গেছে যৌথ আবেগে অবসরে বেড়েছে কেবল অধিকারের পরগাছাটা একে একে আমাদের ফুলগাছটা, ছোট্ট রান্নাঘর খাঁচায় পোষা ময়না, উঠোনময় ছড়িয়ে থাকা প্রেম আমাদের থেকে হয়ে গেছে সেই পোশাকধারীর আমি শুধু থাকি, দুবেলা খাই, ঘুমানোর ভান করি। ছবি কৃতজ্ঞতা
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.