আমাদের কথা খুঁজে নিন

   

অযাচিত



স্বপ্ন ছিল, স্বপ্ন দেখব ভেসে একই নায়- তোমার পা মাড়িয়ে, পথ পেরোব নাম না জানা গায়। বন্ধু তোমারও আছে অনেক স্বপ্ন জেনে আমার স্বপ্ন হত্যা করেছি গোপনে! ভাষা ছিল, সুর ছিল তোমায় নিয়ে ছন্দমালা গাথার- আশা ছিল করে নিব ভাগ দু’জনাতে সম সম ব্যথার। প্রিয় তোমারি নিজের কথা আছে শুনে ছন্দমালা লুকিয়েছি সযতনে। ভাবনা ছিল আমাদের এই বন্ধুত্ব উঠে যাবে এমন আকাশচূড়া! কেউ ভাবেনাই কোনদিন যা এমনি হবে খ্যাতি তার জগৎজোড়া। তোমার মনের ভাবনা ভিন্ন, জানার পরে- তোমার আমার বন্ধুত্ব ভেঙেছে দুই পাড়ে। স্বপ্ন আশা ভাবনাগুলো, তবু তোমার জন্যে সবি- দেবী তোমার তরে পূজারী আমি! তোমার জন্যে কবি। ৭-১১.০৮.২০১০ইং।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।